তারিখ:২৮ জ্যৈষ্ঠ ১৪২৬ বাংলা
শ্রাবন সন্ধ্যায়, টিনের চালে ঝিরিঝিরি বৃষ্টি।
একলা ঘরে মোমের আলোয়,
সঙ্গী করেছি তোমার রূপের মায়া।
লিখতে ইচ্ছে করছে অনেকরূপ,
কিন্তু মনের গল্পরা হারিয়ে গেছে বহুদূর।
বেহিসাবি মনের টালমাতাল আবেগ,
প্রবঞ্চিত হয় রোজ তোমার শহরে।
আমার টিনের চালের দক্ষিণা কোন ঘেষে,
কেন তুমি ঘর বাধিলে কে জানে?
তোমার সাথে ভাব জমেছে বেশ,
তোমায় ছাড়া এখন সন্ধ্যা হয় না শেষ।
গোলাপের বাগান থেকে ঐ শোনা যায় ডাহুক পাখির মিষ্টি ডাক,
সন্ধ্যার অন্ধকারে মেঘের নায়ে দুলছে বাঁকা চাঁদ।
তারাদের সাথে আমার কানাকানি,
আমার সাথে কেন তোমার লুকোচুরি?
আমার চোখের বিলাস চোখের পরেই রয়।
শ্রাবনের এই সন্ধ্যা বৃষ্টিতে তুমি ছাড়া,
আমার আলাপের সাথী হবে কে?
মন ছুটেছে মন থেকে ঐ বিরাজ বাসরে,
তার নেই কোন তীরের টান,
মরিচিকায় গড়ে আপন স্বপ্নজাল।
কিছু গল্পেরা লেপটে দিয়ে যায়,
জিবন নদের না আসা ভালবাসার পিছুটান।
ছবি ক্রেডিট : নাফী সামী,ফেসবুক ছবিয়াল গ্রুপ।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১০