আমার ছোট একটি সংগঠন আছে । আমরা শিশু শিক্ষা নিয়ে কাজ করি । আমরা আমাদের এলাকায়
প্রায় আলোচনা করি এলাকার লোকজনদের নিয়ে । তেমনি এক আলোচনায় আমাদের অথিতি আসতে
দেরি হওয়ায় । আমরা মেয়েদের শিক্ষা নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছিলাম । এমন সময় এক অভিবাবক বলে উঠে
মেয়েকে তো পড়াচ্ছি আমার মেয়ে বাড়ি থেকে ,পালিয়ে যায় এর দাযিত্ব আপনি নিবেন । কি বলবো থমকে যায় ঘটনাটী
প্রায় ৩ বছরের আগে । আমরা যে সব মেয়েদের সাহায্য করি তাদের কে শর্ত দিয় এস এস সি আগে বিয়ে দেওয়া
যাবে না ।এই বার ইদে বাডি গিয়ে আমরা আমাদের অগ্রগতি নিয়ে আলোচনা করতেছিলাম ।দেখলাম এই
কয়েক মাসে সামর্থ্যবান থেকে গরিব ঘরের প্রায় ৫ জন বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করছে । এদের মধ্যে ২ জন ৮ পাস ১ জন ৭ এবং একজন ১০ । একজন ইন্টার পাস । এটা একটা ওয়ার্ড এর কথা বললাম ইউপি অবস্থা আর খারাপ । অভিভাব দের সাথে বলে বুঝতে পারছি তারা অত্নসন্মান,হারানোয় ভয়ে মেয়ে কে বিয়ে দিচ্ছে এস এসসি পাশের আগে আথবা পরে । এস এসসি পাশের আগে প্রায় ১০ জনের বিয়ে এই ইদের আগে পরে বিয়ে দেওয়া হয়েছে এদের মধ্যে একজন ৫ পাস এবং ৬ পাস একজন বাড়ি থেকে । এখন অভিবাবক দের বুঝাতে গেলে তিন বছরের আগে প্রশ্নটা করে । উত্তর আমাদের মাঝে নাই । আমরা আমাদের যথাযথ সাধ্য মতো স্কুলে গুলোতে গিয়ে পড়া শুনার সুফল নিয়ে আলোচনা করতেছি জানিনা কতটা কজে সময়ে বলে দিবে । একটা দিক পরিস্কার আমরা কিছু মেয়েদের সাথে কথা বলে জানতে পারলাম প্রায় মেয়ে সেভেন থেকে সম্পর্কে জড়িয়ে যায় । এদের মস্তিস্কে বিয়ে ছাড়া কোন লক্ষ্য নাই । এখোনি এর সমাধান এগিয়ে না আসলে সামনে যে কি অবস্থা দাঁড়াবে তা সময়ে বলে দিবে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:১৯