কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘অলৌকিক আনন্দের ভার/ বিধাতা যাহারে দেয়, তা’র বক্ষে বেদনা অপার,/ তা’র নিত্য জাগরণ; অগ্নিসম দেবতার দান/ ঊর্ধ্বশিখা জ্বালি চিত্তে অহোরাত্র দগ্ধ করে প্রাণ।’
যিনি স্রষ্টা, সৃষ্টির মধ্যেই তাঁর অলৌকিক আনন্দ-বেদনা। সৃষ্টিতেই তাঁর জন্ম, তাঁর বেঁচে থাকা। প্রকৃত স্রষ্টার তো মৃত্যু নেই, প্রকৃত স্রষ্টা মরতে পারেন না! তাই জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদেরও মৃত্যু নেই! হুমায়ূন আহমেদ মরতে পারেন না! কেননা তিনি তাঁর নন্দিত সৃষ্টিগুলোর মধ্য দিয়ে, নতুন জন্মের সাধ নিয়ে বেঁচে থাকবেন, জেগে থাকবেন তাঁর অগুনতি পাঠকের হৃদয়ে, তাঁদের হাসি-কান্নায়, বাংলা বর্ণমালায়, উজ্জ্বল নক্ষত্র হয়ে।
জীবনের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম রেখেছিলেন ‘নন্দিত নরকে’। আর এর মধ্য দিয়েই পাঠককে নিজের সম্ভাব্য শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। কী কাহিনী, কী অসাধারণ জীবনবোধের প্রকাশই না ঘটেছে উপন্যাসটিতে। এরপর ‘শঙ্খনীল কারাগার’ থেকে দুই-তিনশ বইয়ের সিঁড়ি অতিক্রম শেষে ‘দেয়াল’ উপন্যাস পর্যন্ত তাঁর যে পরিভ্রমণ, তা তো রীতিমত বিস্ময়ের! দীর্ঘ এই যাত্রাপথে তিনি মানুষের জীবন ও জগতের ছদ্মবেশ দেখে, অসংগতি দেখে যেমন বারংবার উপহাসে হাস্যরসে মজেছেন, প্রতিবাদ করেছেন, তেমনি জীবন ও জগতের অসীম দুর্জ্ঞেয় রহস্য গভীর অন্তর্দৃষ্টিতে, বিজ্ঞানের যুক্তিতে অনুসন্ধানও করেছেন। তিনি তাঁর লেখায় একইসঙ্গে হিউমার, একইসঙ্গে প্রগাঢ় জীবনদর্শন ও বর্ণিল চিন্ত্বার গাম্ভীর্যের মিশেল ঘটিয়েছেন; এখানেই আসলে তাঁর মুন্সিয়ানা, এখানেই তিনি অন্য অনেকের চেয়ে হয়েছেন আলাদা।
শুধু উপন্যাস নয়, তাঁর ছোটগল্প, তাঁর নাটক, তাঁর গদ্যরচনা, তাঁর চলচ্চিত্র, তাঁর চিত্রকলা, তাঁর গান- সবই তো হুমায়ূন আহমেদীয় বৈশিষ্ট্য নিয়েই শেষ পর্যন্ত দাঁড়িয়েছে। জীবনে এত এত লেখা লিখেছেন, কিন্তু নিজস্বতা ধরে রেখেছেন সব সময়ই। যদিও তাঁর প্রসঙ্গে অনেক সমালোচক বলে থাকেন, তিনি যদি এত বেশি না লিখে কিছু কম লিখতেন, তাহলে বাংলা সাহিত্য তাঁর কাছ থেকে আরও বেশি মাস্টারপিস বই পেতে পারত। সেই শক্তি তাঁর কলমে ছিল। এখানেই প্রশ্ন, তবে কি তিনি যে বিশাল সৃষ্টির ভাণ্ডার রেখে গেছেন, তা বাংলা কথাসাহিত্যের গৌরব কম বাড়িয়েছে! তা তো নয়।
যদি প্রশ্ন করা হয়, একজন হুমায়ূন আহমেদ কেন আমাদের জন্য প্রয়োজনীয়? মনে হয় অনেকেই একমত হবেন যে, তাঁর প্রয়োজন, আমাদের সময়ের প্রয়োজনে। কেননা তাঁর সৃষ্টিকর্মের বড় অংশজুড়েই রয়েছে বাঙালি মধ্যবিত্তের প্রেম-বিরহ, ব্যক্তি ও সমাজসম্পর্কের টানাপড়েন, সুখ-দুঃখের মর্মকথা। বাঙালি শিক্ষিত, অর্ধশিক্ষিত মধ্যবিত্তের আবেগকে তিনি বেশ ভালো করেই বুঝতে পারতেন। ফলে তাঁর প্রায় রচনারই ভাষা, সংলাপ ও চরিত্রগুলোর বৈশিষ্ট্য গড়ে উঠেছে মধ্যবিত্তীয় ধ্যানধারণাকে কেন্দ্র করে। আর এ কাজে বলা যায় তিনি সফলও হয়েছেন।
তাঁর ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, নক্ষত্রের রাত’, ‘আজ রবিবার’ ইত্যাদি নাটক দেশের টেলিভিশন নাটকে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। এসব নাটকের কাহিনী ও চরিত্র আজও দর্শকদের মনে গেঁথে আছে। তাঁর চলচ্চিত্রগুলোও তো অতুলনীয়। ‘আগুনের পরশমণি’, ‘শ্যামলছায়া’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ কিংবা ‘ঘেটুপুত্র কমলা’র কথা বাদ দিয়ে কি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ভাবা যায়!
সবসময়ই গ্রগতিশীলতার পক্ষে ছিল তাঁর অবস্থান। দেশের যেকোনো সংকটে-সংগ্রামে উচ্চকণ্ঠ না হয়েও নীরবে-নিভৃতে লেখনীর মাধ্যমে তিনি নিজের সমর্থন দিয়ে গেছেন সত্য, ন্যায় ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, গণমানুষের পক্ষে। ১৯৮৮ সালের দিকে স্বৈরাচার শাসনামলে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি তাঁর নাটকে পাখির কণ্ঠ দিয়ে ‘তুই রাজাকার’ সংলাপ বলিয়ে প্রতীকী প্রতিবাদ জানাতে ভুলেননি। তাঁর গল্প-উপন্যাস, নাটক ও চলচ্চিত্রের অনেকাংশজুড়েই রয়েছে মুক্তিযুদ্ধ। একাত্তরে বাবার শহীদ হওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা যেন তাঁর রক্তে মিশে গিয়েছিল। তাই তো দেখি, তিনি শুধু একজন লেখকই ছিলেন না, ছিলেন একজন নীরব সমাজবিপ্লবীও। নিজের অবস্থান থেকে সমাজ বিনির্মাণেও নিরলস কাজ করে গেছেন।
গ্রামের শিক্ষার্থীদের পড়াশুনার সুযোগ তৈরি করে দিতে নিজের ঘাটের টাকা খরচ করে কেন্দুয়ায় নিজের গ্রামে ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ নামে স্কুল নির্মাণ করেছেন। স্কুল পরিচালনাও করেছেন নিজের টাকায়ই। ভালবাসতেন গাছপালা, নির্মল প্রকৃতি। তাই গাজীপুরে তাঁর গড়া নুহাশপল্লীতে লাগিয়েছেন অসংখ্য জাতের ফলজ, ওষুধি ও ফুলের গাছ। অন্যরকম এক আবহে সাজিয়েছেন তাঁর প্রিয় নুহাশপল্লীকে। নিজেকে প্রকৃতির সঙ্গে মিশিয়ে যাপন করতেন নিজের অবসর মুহূর্তগুলো।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি দেশে একটি অত্যাধুনিক চিকিৎসা সুবিধাসংবলিত ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথাও গণমাধ্যমকে জানিয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল, দেশে অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল তৈরি হলে দেশের গরিব মানুষদের জমিজমা বিক্রি করে এত টাকা খরচ করে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে না। কিন্তু তাঁর সেই ইচ্ছা তিনি পূরণ করে যেতে পারলেন না।
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুলাই রাত ১১টা ২০ মিনিটে অন্য ভুবনে চলে গেলেন তিনি। জ্যোৎস্নাপ্রেমিক এই লেখকের ইচ্ছা ছিল, কোনো এক চাঁদনি পসর রাতে যেন তাঁর মৃত্যু হয়। কিন্তু বৃহস্পতিবার রাতে আকাশে ছিল না কোনো চাঁদ, জ্যোৎস্না। তবু তিনি চলে গেলেন, অন্ধকারে, নীরবে, কোন অভিমানে!
আসলেই কি তিনি চলে গেলেন! তা আমরা বিশ্বাস করি না। তিনি আছেন, আমাদের মধ্যেই মিশে আছেন; নেত্রকোনার কতুবপুরে, ধানমণ্ডির দখিনা হাওয়ায়, গাজীপুরের নুহাশপল্লীতে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বাংলা একাডেমীর বইমেলায় কিংবা অন্য কোথাও; হয়তো হিমু হয়ে, হয়তো মিসির আলি হয়ে, শুভ্র হয়ে, নয়তো শৈববের কাজল হয়ে।
আলোচিত ব্লগ
স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?
স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন