রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের
রমনী কল্যাণীর প্রেমে পড়েছি!
.
সপ্ততল আকাশের নিছে
নিজেকে আজকাল প্রেমপিয়াষু রবীন্দ্রণাথ
মনে হয়,
আর,অনমনা নামের অন্নপূর্নাকে
স্বয়ংবরা কল্যাণী মনে হয়।
আমার ও ইচ্ছা করে,অনুপমের মত
মেয়েটিকে পাশে নিয়ে চলন্ত রেলগাড়ির
অবিরাম ধাতব ধ্বনি শুনতে।
বসন্তে'র দিনে চলন্ত ট্রেনে কোন ডানা বিহিন পরীর চানা-মুঠ খাওয়া দেখতে!
কিন্তুু না!
তা কখনো হয়ে উঠে না,আর আমারো রবীন্দ্রণাথ হয়ে উঠা হয় না!....।
.
। রবীন্দ্র হয়ে উঠা।
।সাদমান জাহিদ।