সাব সেভেন এর প্রোগ্রামার হলেন মোবমেন।মূলত হ্যাকিংকে সোজা করার জন্যই তিনি এটি তৈরি করেন।এটি কি ধরনের প্রোগ্রামিং ভাষা দিয়ে কোড করা তা আমি ঠিক নিশ্চত না।যতদূর জেনছি Visual Basic অথবা A+ দিয়ে কোডিং করা।
যা যা এতে আছেঃ
১।Keylogger
২।Uploader
৩।Server
৪।Customized skins
৫।Hide cursor
৬।Client
৭।CDROM close/open
৮।Hide cursor
৯।IP Pinging
১০।Name lookup/revolution
১১।Change the appearance of icon
আরো অনেক...
মূলত এর দুটি পার্ট আছেঃ
1) SubSeven.exe (CLIENT)
2) server.exe (SERVER)
3) EditServer.exe
4) ICQMAPI.DLL*
EditServer.EXE এডিট করে মূলত ভাইরাসটা বাননো হয় যা server.exe নামে এখানে দেয়া আছে। এটি যেকোন ফাইলের সাথে (.jpg .exe .rar) ব্লাইন করে দেয়া হয়।এর জন্য ব্লাইন সফটওয়ার ও আছে,যা ব্যাবহার করে ব্লাইন করা হয়।এরকম একটি সফট হল (exejoiner,coolblinds)।
হ্যাকাররা বিভিন্নভাবে প্রলুব্দ করে এই সব ফাইল সাধারন ব্যাবহারকারিকে ব্যাবহার করতে বাধ্য করে,যেমন গেমস এর ক্রাক,সফট এর ক্রাক টাইপ ফাইল।অথপর যা হবার তাই হয় server.exe ফাইলটা হয়ত ডুকে একটা নিদিষ্ট মেইলে এড এ অথবা অন্য কোন ঠিকানায় একটা conformation পাঠাবে যাতে আপনার ip সহ আরো কিছু গুরুত্বপূর্ন information থাকবে।প্রতিটা সার্ভারের নিদিষ্ট পাসওয়ার্ড থাকে যা শুধু নিদিষ্ট হ্যাকার জানে, আর হ্যাকাররা এইভাবে আপানার কম্পিঊটারে SubSeven.exe কে Remote Administration Tool হিসাবে ব্যাবহার করে আক্রান্ত ব্যক্তির সর্বনাশটা করে।
মুটামুটি এইভাবেই একটা ট্রোজান কাজ করে।
**Sub Seven কে united Nations ১৯৯৫ সালে নিষিদ্ব করে তার পরে
থেকে এর আপডেট প্রায় বন্ধ হতে শুরু করে।মোবমেন ও আর এই ব্যাপারে আগ্রহ দেখান না।তবে বেশ কিছু দিন আগে কে যেন এর একটি নতুন ভার্শন রিলিজ করেছে।এর লেটেস্ট ভার্শন হল sub7legendss।**
ডাউনলোড লিংক দিলাম না। তবে আরো ভালো ভাবে জানার জন্য এই লিংকে যেতে পারেন।
Sub Seven details
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ রাত ২:২৪