মনের ভেতর এত্তবড় নীল রঙের এক আকাশ নিয়ে ঘুরে বেড়াই
এদিক ওদিক হারিয়ে ফেলি, টুকরো-টাকরা
একে পাঠাই, ওকে পাঠাই।
ওরা আমার আকাশটাকে দুমড়ে রাখে ঘরের কোণায়
রৌদ্রে পুড়ে রঙ জ্বলে যায়, বৃষ্টি ভিজে
স্যাঁতস্যাঁতে খুব গন্ধ বেরোয় !
ভাবছি এবার আকাশটা তাই বেচেই দেব !
এক্কেবারে, অল্প-বেশি যতটুকুই দাম পাওয়া যায়।
মনখারাপের দিনগুলোতে দমবন্ধ লাগবে জানি,
অন্ধকারে একলা আমার আকাশটা ভয় করবে জানি,
কিন্তু আমার মনের ঘরে জায়গা কোথায়?
বিক্রি হয়ে আকাশটা তাই থাকবে কোনো ভুল জানলায়
বিক্রি হয়ে আকাশটা তাই থাকবে কোনো ঝুল আলনায়
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৫