সকালে ঘুম থেকে উঠেই ফোনে একটা শিরোনামে চোখ আটকে গেল।আইয়ুব বাচ্চু আর নেই ... হঠাৎ সকালে এমন একটা খবরে কেমন রিয়্যাক্ট করা উচিৎ বুঝতে পারছিলাম না। প্রথমে দেখে মনে হচ্ছিল ভুয়া সংবাদ কিন্তু না উনি আজ সত্যিই তার রূপালি গিটারের মায়া ছেড়ে না ফেরার দেশে পা বাড়িয়েছেন...
বাংলা ব্যান্ড মিউজিকের সোনালি যুগে আইয়ুব বাচ্চুর অবদান অপরিসীম। সেই ক্যাসেটের যুগে এলারবি এর গান শুনেনি এমন মানুষ পাওয়া অসম্ভব। আজকের সংগীতশিল্পিরা হয়তো অনেক এগিয়ে আছেন সেই যুগের তুলনায় কিন্তু বাংলা গানের প্রেমে পড়া আইয়ুব বাচ্চুই শিখিয়েছেন আমাদের। এখন এই রূপালি গিটারে আর কোন সুর উঠবে না, কেউ আর গাইবেনা সাবিত্রী রয়কে নিয়ে। আমাদের কাঁদিয়ে খুব জলদি উড়াল দিলেন আকাশে আপনি আইয়ুব বাচ্চু। বড্ড একা করে গেলেন আমাদের... আমাদের অনেককিছু দিয়ে গেলেন আপনি, কিন্তু এর বিনিময়ে আমরা কিছুই করতে পারলাম না আপনার জন্য।
আপনার গানের মধ্য দিয়ে বারবার ফিরে আসবেন আপনি। ওপারে ভাল থাকবেন গুরু...
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯