লেখালেখি আমার অভ্যেসে নেই, শখের চারাগাছে আছে। সেই চারাগাছকে পূর্ণাঙ্গ অভ্যেসের গাছ বানানোর জন্য আমাকে আমার পরিচিত লেখিয়ে বন্ধুর দল দিন রাত্রি নিড়ানি দিয়ে সার দেওয়ার কাজটা খুব ভাল ভাবেই সম্পন্ন করতে পেরেছে, যার জন্য আজ আমি সামহোয়্যারইন ব্লগে একটা আস্ত নিকের মালকিন।

যাই হোক নিড়ানি আর সার পেয়ে তো চারাগাছ কে বৃক্ষ বানানোর আশায় বসে থাকছি। আশা করছি মডুগণ আমার এই চারাগাছে পানি ঢালিয়া তার বেড়ে উঠার পথ সুগম কররিবেন।

অতঃপর আমার ব্লগের শুরুর কথা এইখানেই ফুরাইলো।আমার গাছটির বেড়ে উঠার আশা বাঁচিয়ে রেখে নটে গাছটি মুড়াইলো।
এই পোষ্ট যে বা যারা দেখবেন বা কমেন্ট করবেন সবাইকে আগাম ধন্যবাদ। :>
সবাই ভাল থাকুন। মডু গণের দয়া হলে আগামীতে আপনাদের পোষ্টের কমেন্টে আমাকে পাবেন।
