এটি একটি জার্মান ব্যাটেল রাইফেল যা কিনা স্নাইপার ও মেশিন গানের সংমিশ্রন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন পরবর্তী সময়ে পশ্চিম জার্মানিতে এই রাইফেল তৈরী করা হয়। এটির সেমি অটোমেটিক (G3A3) এবং অটোমেটিক (G3A4) ভার্সন রয়েছে। এতে টেলিস্ক্প,নাইট ভিশন টুলস সেট করা যায়। তাছাড়া গ্রেনেড ছোড়ার সুবিধাও রয়েছে।
টেলিস্কোপ যুক্ত G3
এতে টেলিস্কোপ সংযুক্তির ব্যবস্থা থাকায় এটি ব্যাটেল ফিল্ডে স্নাইপার রাইফেল হিসাবেও বেশ জনপ্রিয় ।
বিবরন :
ভর : G3A3 - ৪.৪ কেজি
G3A4 - ৪.৭ কিজি
এমুনিশান : ৭.৬২*৫১ মি.মি.
কার্যকরী দুরত্ব : ৪০০ মিটার
ফায়ারিং রেট : ৫০০-৬০০রাউন্ড/ মিনিট
ম্যাগাজিন: ২০ রাউন্ডের বক্স ম্যাগাজিন (G3A3),৩০ রাউন্ডের বক্স ম্যাগাজিন (G3A4)
বাংলাদেশে দীর্ঘদিন ধরেই G3A3,G3A4 উৎপাদিত হচ্ছে। বাংলাদেশ সেনা বাহিনীর উত্তরবংগের বিগ্রেডগুলা এবং বিডিআর এ ব্যবহৃত হচ্ছে।