বদ ছেলে পড়ালেখায় ফাঁকি দিয়ে চলে
সারাক্ষণ দুষ্টামিতে মাতে নানান ছলে।
এইম ইন লাইফ নাই, নাই কোন ভীষণ
হেসেখেলে দিন পার, হলেই সফল মিশন।
বন্যায় ত্রাণ দেয়, আগুণে দেয় পানি
বিপদে আপদে সে এগিয়ে আসে জানি।
ভাল ছেলে ভাল তায় লেখাপড়ায় মন
নিয়ম নীতি মেনে সে, চলে সারাক্ষণ।
ধুলোবালি এড়িয়ে থাকে ফিটফাট
নক কাটে, চুল কাটে জেন্টালম্যান ছাট।
বড় হয়ে বাড়ি গাড়ি করে বড় জব
তাকে নিয়ে সকলে করে কলরব।
বদ ছেলে জনসেবা করে দিয়ে প্রাণ
ভাল ছেলে কলমে মেরে খায় দান।
লোকে যারে ভাল ভাবে, ভাল সে নয়
আপন ভাল ত্যাগি হলেই ভাল সে হয়।
ভাল ছেলে ভাল হওয়া কঠিন ব্যাপার
নিয়মের ব্যত্যয় হওয়া সাধ্য নেই তার।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৯