চোল ধরিলে সবার আগে পিঠে পরে কিল
সে যে আমার করল চুরি আগাগোড়া দিল
তার কী উপায়
ভেবে কূল না পাই
মন আকাশে ওড়ছে কেবল ধুসর পাখার চিল।
মন বাগানে ফুটতো আগে রঙবেরঙ্গের ফুল
পাখপাখালির কলকাকলি চিত্ত দোদল দোল
কীযে হল হায়
ভেবে কূল না পাই
শান্ত শীতল বহমান নদীর ভাঙলো দুই কুল।
আমার আকাশ ধূসর হল ওড়ে বেড়ায় চিল
আমার স্বপ্ন ভাঙল যেন কাচের বুকে ঢিল
চৌচির হল মন
কী হবে এখন
সে যে আমার করল চুরি আগা গোড়া দিল।
/
বি.দ্র. উপরের ছবিটা অষ্টম শ্রেণীতে পড়ুয়া আমার ভাগনীর আঁকা। কোন প্রশিক্ষক ছাড়া গুগল ইউটিউব থেকে শিখে দারুণসব ছবি আঁকছে সে। এই ছবিটা গত সপ্তাহে বেড়াতে আসলে আমার কন্যাকে এঁকে উপহার দেয়।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১০