স্বপ্নে দেখি ফুল ফুটেছে আমার বাগিচায়
ফুলে ফুলে প্রজাপতির মেলা
মুগ্ধ বাতাস মদির সন্ধ্যা বেলা
আমার স্বপ্নগুলো সত্যি হয়ে যায়।
তালের পাতায় ঝুলছে বাবুই ঘর
সেই হাওয়াতে দোলছে দোদল দোল
ঘরের ভেতর দুইটা পাখির উষ্ণতা মশগুল
আমার মনে ধূ ধূ বালির চর।
বলছি মনে একটু দাঁড়াও বললে তুমি যাই
আর এলেনা আর এলেনা বাড়ল হৃদয় ঝড়
শংকা পুষে যাও হারিয়ে স্বপ্নেও আসা ডর
আমার স্বপ্নগুলো সত্যি হয়ে যায়।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪