হা হা হা হাহ্হা হা হা হা হাহ্হা
তোমায় আমি ভয় পেয়েছি কিন্তু প্রকাশ করবনা
তোমার কথা শুনব কানে, কথামত চলবনা।
হা হা হা হাহ্হা হা হা হা হাহ্হা
তোমার হাতে আইন কানুন বিচার মানে প্রহসন
তোমার ভয়ে উচিত কথা নিদ্রাকুসুম শবাসন।
হা হা হা হাহ্হা হা হা হা হাহ্হা
গর্বে তোমার ঘুম আসেনা রাজ্যের এক মান্যবর
কারবা এমন সাধ্য আছে সইবে জুলুম তুফান ঝড়।
হা হা হা হাহ্হা হা হা হা হাহ্হা
আছে ঘোড়া হাতির পাল সবারইতো একই কাজ
তেলা মাথায় তেল দেয়া আর রং মেখে সং সাজ।
হা হা হা হাহ্হা হা হা হা হাহ্হা
ভাবছ বুঝি হাসছি কেন? বলব নাহয় আরেক দিন
মূর্খের হাতে পাওয়ার এলে ভাবে কিতাব মূল্যহীন।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৭