তোমায় আমার অনেক কথাই বলার আছে, অনেক কথা,
বুকের ভেতর তেষ্টা ভীষণ, এক সমুদ্র ব্যকুলতা, বলার আছে।
বলার আছে তোমার কাছে একটু যাব, একটু পাব বুকের ভেতর,
সবটা ডুবে, কী নিশ্চুপে, তোমায় ছোঁব।
বৃষ্টি পড়ুক, দৃষ্টি পুড়ুক, বিষাদ চোখে, অকাল শোকে,
কান্না ঝরুক। তবুও তোমায় একটু ছোঁব, একটুখানি,
জলের মতন, বরফগলা ঢলের মতন, একটু ছোঁব।
তোমায় আমার অনেক কথা বলার আছে, অনেক কথা।
একটা নদী বুকের ভেতর খরস্রোতা, রোজ বয়ে যায়,
খোঁজ বয়ে যায়, সঙ্গোপনে, উদাম হাওয়ায় উড়িয়ে
যাওয়া পাল পবনে, অনেক কথা রোজ বলে যায়।
তোমার কাছে একটু যাব, একটু যাব, আঙ্গুল ডগায়
ভালোবাসায় তোমায় ছোঁব। একজনমের সকল হিসেব
মিটিয়ে দেব, মিটিয়ে নেব, সবটা শুষে, নিরুদ্দেশে
পাল ওড়াব, তোমায় ছুঁয়ে।
তোমায় আমার অনেক কথা বলার আছে, অনেক কথা-
এই জনমের তেষ্টা সকল মিটিয়ে নেয়ার আকুলতা, তোমার কাছে,
তোমার কাছে।
তোমায় আমার এই কথাটিই বলার আছে।
~ সাদাত
২৬/০৬/২০১৫