তুমিও জানি রোজ রোজ কাঁদো,
ভেজা চোখ জুড়ে মাশকারা আঁকো,
লাল লিপস্টিকে, রঙ মাখা ঠোঁটে, খুব হেসে যাও খুব।
একা রাত্তির বালিশের পাশে,
তবুও জীবন কী দীর্ঘশ্বাসে!
ভাঙা আয়নাটা মিথ্যে ভীষণ, মিথ্যেরা অপরূপ!
তবুও জীবন রোজ জলে লেখা,
ধূসর ক্যানভাস জলরঙে শেখা,
ডুবে যাওয়া মন, ডুবে যায় রোজ, অদ্ভুত চোরাবালি।
যে বুকের তাপে জীবনের গান,
তার সব জুড়ে লেখা অভিমান,
ঝলমলে এই জীবনের নিচে, মিথ্যের জোড়াতালি।
~ সাদাত হোসাইন
১২/০৪/২০১৫