বৃষ্টি আসতেই ভিজে গেল উত্তরের মাঠ, ন'তলা হলুদ দালান
ভিজে গেল উসকোখুসকো চুল, নাকের ডগা, ব্র্যান্ডের শার্ট
ভিজে গেল চামড়ার জুতো, লাল বেল্টের ঘড়ি, আঙুলের ডগা,
চশমার কাঁচ, বুকের পশম। ভিজে গেল নিখিল বিশ্ব, কম্যুনিজম আর পুঁজিবাদ,
ভিজে গেল আস্তিক, নাস্তিক, বিশ্বাস আর অবিশ্বাসের তাবৎ দর্শন।
ভিজে গেল ফার্মগেট ওভার ব্রিজের পাশের হলুদ বিলবোর্ড। ভিজে গেল শহর, গ্রাম, নদী, নিকানো উঠোন। ভিজে গেল একলা পুকুর, আর তার জলে চোখ রাখা ক্লান্ত ডাহুক।
শুধু ভিজল না তোমার নামে দাউ দাউ জ্বলা বুক।
~ অনাবৃষ্টি/ সাদাত হোসাইন
০৭/০৪/২০১৫