প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম। বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) ন্যাস্টারসিয়াম ফুল। হার্টিকালচার সেন্টার রামগড়, খাগড়াছড়ি থেকে তোলা ছবি।
(৩) এই ফুলের নামটা মনে পড়ছে না, এটাও হার্টিকালচার সেন্টার রামগড়, খাগড়াছড়ি থেকে তোলা।
(৪) নাম না জানা এই পাখির ছবিটা তুলেছি নরসিংদীর বেলাব থানার বটেশ্বর গ্রাম থেকে।
(৫) উড়ন্ত চিলের ছবিটা তুলেছি নরসিংদীর রায়পুরা থানার খানাবাড়ি থেকে।
(৬) এই ছবি তুলেছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় থেকে বর্ষাকালে।
(৭) জলপাই পাতায় লাল সবুজের বাংলাদেশ। ছবিটি তুলেছি নরসিংদীর সোনাইমুড়ি পাহাড় এলাকা থেকে।
(৮) চাষাবাদের এই ছবিটাও তুলেছি নরসিংদীর সোনাইমুড়ি পাহাড় এলাকা থেকে।
(৯) দুবলার চরের জেলে কুঁড়ে, এটা সুন্দর বনের ভেতর থেকে তোলা ছবি।
(১০) কানি বকের কানাকানি, এই ছবিটা তুলেছি কক্সবাজারের ইনানী বীচ থেকে।
(১১) সবজি বাজার। এটা তুলেছি নরসিংদীর যোশর বাজার থেকে।
(১২) সফিপুর আনসার ক্যাম্প থেকে তোলা ছবি, পুরোনো বাংলা ছবির সুটিং এর জন্য একটা প্রসিদ্ধ স্থান ছিল এটি।
(১৩) লাঙ্গলবন্দের পূণ্যস্নান ঘাট, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ থেকে তোলা ছবি।
(১৪) এই মসজিদের ছবিটা তুলেছি মুন্সিগঞ্জ থেকে।
(১৫) চলন্ত জাহাজের পিছে ছুটে চলা গাংচিল। টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথের ছবি।
(১৬) বাঙ্গি, নরসিংদীর রায়পুরার মধ্যনগর থেকে তোলা ছবি।
(১৭) পুনাখা জং, ভুটান থেকে তোলা ছবি।
(১৮) ঝিঁঝিঁ পোকা, চাঁদপুরের মতলব থেকে তোলা ছবি।
(১৯) শালুক ফুল, শ্রীমঙ্গলের মাধবপুর লেক থেকে তোলা ছবি।
(২০) তাল গাছের নাও, স্থানীয় ভাষায় আমরা বলি কোন্দা। নরসিংদীর পলাশ থেকে তোলা।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪