প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) গাংচিল, চট্টগ্রামের গহিরা থেকে তোলা ছবি।
(৩) সাকো, নরসিংদীর বালুচর গ্রাম থেকে তোলা ছবি।
(৪) ট্রলার থেকে ডাব নামানোর ছবিটা তুলেছি সেন্টমার্টিন থেকে।
(৫) ট্রেন লাইনের সমান্তরাল সড়ক পথ, ছবিটা তুলেছি নরসিংদীর আমিরগঞ্জ স্টেশন থেকে।
(৬) নিমক হারাম দেউড়ি, এই গেইট টি নিমক হারাম দেউড়ি বা বেঈমানের দরজা নামেই সবার কাছে পরিচিত। বিশ্বাসঘাতকদের সর্দার মীর জাফরের বাড়ির প্রধান ফটক এটি। মুর্শিদাবাদ, ভারত থেকে তোলা ছবি।
(৭) জুম ঘর, বান্দরবানের রোয়াংছড়ি থানার ব্যঙছড়ি পাহাড় থেকে তোলা ছবি।
(৮) এই ছবিটা সুন্দবনের ভেতর থেকে তুলেছি, নদীর নামটা সঠিক জানা নাই।
(৯) ভাবছেন এটা ঘুঘু বা কবুতর? মোটেও না এটা হরিয়াল পাখি। আমার বাড়ির পাশের বট গাছ থেকে তুলেছি ছবিটা।
(১০) দোলন চাঁপা, ঢাকায় ২০১৬ সালের বৃক্ষমেলা থেকে তুলেছি।
(১১) পর্যটকদের জন্য ঘোরা নিয়ে অপেক্ষা, কক্সবাজার থেকে তোলা ছবি।
(১২্) অর্ধেক নৌকা নিয়ে উত্তাল সাগরে ছুটে চলা জেলেদের দল। কক্সবাজার থেকে তুলেছি।
(১৩) শিমুল ফুলে কাঠ শালিক, নরসিংদীর পলাশ থেকে তোলা ছবি।
(১৪) চাপাই নবাবগঞ্জের হাটে আম নিয়ে যাচ্ছে স্থানিয় লোকেরা।
(১৫) বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বারদী থেকে তোলা ছবি।
(১৬) কচুরি বনে খাবার খুজছে ডাহুক পাখি, সোনারগাঁয়ের মায়াদ্বীপ থেকে তোলা ছবি।
(১৭/১৮) এই দুটি ছবি কাট্টলী সৈকত, চট্টগ্রাম থেকে তোলা।
(১৯) একটি অতি পুরোনো মসজিদ, পলাশের পারুলিয়া গ্রাম থেকে তোলা ছবি।
(২০) সিঁদুরে কলমী, চট্টগ্রামের ফয়েজ লেক থেকে তোলা ছবি।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৮