গুণীজনরা কহেন, নিজের ঢোল নিজে পেটানো ভালো, অন্যের হাতে পড়লে ছিড়ে যেতে পারে ৭০০ তম পোষ্ট দেখেই মাথায় ভাবনা কি পোষ্ট করা যায়? সমাধান পেতে খুব একটা বেগ পেতে হলোনা, ভাবলাম ক্যামেরার পেছনের মানুষ একটু সামনে আসলে মন্দ কি? কেউ নিজের ছবি দিয়ে পোষ্ট ভরলে আমি চরম বিরক্ত হই, এই পোষ্ট দেখেও অনেকে বিরক্ত হবেন আমি নিশ্চিৎ। বিরক্তের মাত্রাটা পোষ্টে বলে গেলেও আমি অখুশি হবোনা কথা দিলাম। তাহলে শুরু হোক পুরো দেড় কুড়ি ছবি নিয়ে একটা ঢোল পেটানো
(১) বাংলাদেশের সর্বোচ্চ চুড়া সাকা হাফং এ উঠার পর লাফিয়ে চেয়েছিলাম আরো উপরে উঠতে, সেই ছবি উঠিয়ে রেখেছিলেন আমাদের টিম লিডার তাহসিন ভাই যিনি সামুতে ব্লগার তাহসিন মামা হিসাবে পরিচিত।
(২) ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে তোলা ছবি।
(৩) সবে মাত্র ঘুম ভেঙ্গেছে, তাবুর ভেতর থেকে মাথা বের পরই ক্লিক বাজি করেছিলেন বন্ধু তুহিন। নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি।
(৪) ইংল্যান্ডের দুই পর্যটকের সাথে হিমছড়ি বীচে তোলা এই ছবি, ক্লিকবাজি বন্ধু তুহিন।
(৫) গন্তব্য সোনাদিয়া দ্বীপ, সাগরের মাঝে ট্রলারে যেতে যেতে তোলা ছবি।
(৬) লিচুর দেশ দিনাজপুরে।
(৭) একপাশে সাত ভাইখুম অন্য পাশে আমিয়াখুম মাঝখানে নাইক্ষং মুখ, নিঃসন্দেহে এটা স্বর্গ। স্বর্গের ভেলায় চড়ে যাচ্ছি আমি।
(৮) খৈয়াছড়া ঝর্ণার দুইপাশের পাহাড়ে রশি বেধে এমন ভাবে ঝুলে ঝর্ণা পার হওয়ার সময় কিসে মজা পেয়েছিলাম তা এখন আর বর্নণা করা সম্ভব নয়।
(৯) বাংলা একাডেমির একুশের বই মেলায় বিখ্যাত কিছু ব্লগারের সাথে ২০১৩ সালে।
(১০) মাহাস্থাগড় যাদুঘরের সামনে আমি।
(১১) শীতাকুন্ড পাহাড়ের সর্বোচ্চ চুড়ায় চন্দ্রনাথ মন্দিরের পুরোহিতের সাথে।
(১২) সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে তোলা ছবি।
(১৩) সাগর থেকে জাল দিয়া জেলেরা সবে মাত্র মাছটি ধরেছে, শীলখালি বীচ থেকে তোলা ছবি।
(১৪) তেলিয়া পাড়ার চা বাগানে একজন চা শ্রমিকের সাথে।
(১৫) সুনামগঞ্জে হাসন রাজার বাড়িতে।
(১৬) বাংলাবান্ধা জিরো পয়েন্টে।
(১৭) নীলকন্ঠ টি ক্যাবিনের সাততলা চা।
(১৮) নেপালের পোখারার ফেউয়া লেকে নৌকা নিয়ে।
(১৯) সৌদি আরবের মিনায়।
(২০) কাশ্মীরের আপেল বাগানে।
(২১) বাংলাদেশের সব থেকে উঁচু গ্রাম পাসিং পাড়ায়।
(২২) সিলেটের বিছানাকান্দিতে পানির বিছানায়।
(২৩) সিঙ্গাপুর এয়ারপোর্টের ভেতর।
(২৪) কেওকারাডাং এর চুড়ায়, আগে ওখানটা এমনই ছিল।
(২৫) কেওকারাডাং এর ওপারের ডাবল ফলস্ বা জোড়া ঝর্ণায়।
(২৬) ইন্দোনেশিয়ার বালি দ্বীপে।
(২৭) আমার দেখা সেরা ঝর্ণা বান্দরবানের আমিয়াখুম।
(২৮) এই পাড়ে আমি আর ওই পাড়ে তুমি, বন্ধু বাংলাদেশে আমি ভারতে, সুনামগঞ্জের শাহ আরেফিনের মাজার এলাকায়।
(২৯) ভুটানের দোচুলা পাস এ আমি।
(৩০) বান্দরবানের বগা লেক ও কেওকারাডাং এর মাঝামাঝি চিংড়ি ঝর্ণায় আমি।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩