প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) সাগরলতা বা ছাগলখুরী লতার ফুল। সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে তোলা ছবি।
(৩) ক্ষুদে জেলে, বিষনন্দি, আড়াই হাজার, নাঃগঞ্জ থেকে তোলা ছবি।
(৪) বাঘের ঢেরা, গাজীপুরের সাফারী পার্ক থেকে তোলা ছবি।
(৫) নিঝুম দ্বীপের একটা কুঁড়ে, হাতিয়া, নোয়াখালী থেকে তোলা ছবি।
(৬) বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই নারকেল বনটা মায়ানমারে, টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে তোলা ছবি।
(৭) কাটাতারের বেড়ার ওপাড়ে মায়ানমার, এপারের নাফ নদীতে মাছ ধরছে বাংলাদেশী জেলে।
(৮) ঘুটে কুরোনি, নরসিংদী সদর থানার বালুচর গ্রাম থেকে তোলা ছবি।
(৯) লেকভিউ আইল্যান্ড, কাপ্তাই থেকে তোলা ছবি।
(১০) কুবো, কানা কুয়া বা বনকুক্কা পাখি। পলাশ থানার পারুলিয়া থেকে তোলা ছবি।
(১১) ভাটফুলের বনের ভেতর দিয়া রেল লাইন, তার ভেটর দিয়ে হেটে চলার মজাই আলাদা। কুমিল্লার শশীদল থেকে তোলা ছবি।
(১২) ভুইয়া বাড়ি নামে খ্যাত জমিদার বাড়ি, এটা আড়াই হাজার থানার গোপালদীর সদাসদি গ্রাম থেকে তোলা ছবি।
(১৩) ভাবছেন এক শালিকের দুই মাথা? মোটেও না, এখানে দুইটা গো-শালিক। নরসিংদীর বালুসাইর গ্রাম থেকে তোলা ছবি।
(১৪) পদ্মা রিসোর্ট, লৌহজং, মুন্সিগঞ্জ থেকে তোলা ছবি।
(১৫) বাইক্কা বিল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে তোলা ছবি।
(১৬) গ্রামের নাম সিমপ্লাম্পি পাড়া, দূরে দেখা যাচ্ছে তাজিংডং এর চুড়া।
(১৭) দূরে গ্রাম, মাঠ, সবুজ গাছ, নীল আকাশের পটভুমিতে খেজুর গাছ, নরসিংদীর পলাশ থেকে তোলা ছবি।
(১৮) সোনালী আঁশ, নরসিংদীর শিবপুর থানার কোন এক গ্রাম থেকে তোলা ছবি।
(১৯) জাফলং গিয়ে আমরা বাংলাদেশে থেকে যে ডাউকি ব্রীজ দেখি এটা সেই ব্রীজ, এটা ভারতের ভেতর গিয়ে তোলা।
(২০) অখাদ্য মার্কা ছবি পোষ্ট দেখে যারা ক্লান্ত তারা আখাউড়ার খড়মপুরের কেল্লা শহীদ মাজারের মিষ্টি পান খেয়ে মুখটা মিষ্টি না করে কিন্তু যাবেন না
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৪