হযরত বাল মসজিদ কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের বিখ্যাত মসজিদ। এই মসজিদের মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর মাথার চুল কিংবা দাড়ি কাচের বোতলে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। সে জন্যই এই মসজিদের নাম হযরত বাল মসজিদ। আলি রাঃ এর যুদ্ধের পোশাকও এখানে রাখা আছে। নাগিন লেক থেকেই বৃষ্টি মাথায় নিয়া বের হয়েছিলাম শেষ দিনের মতো কাশ্মীরকে দেখবো বলে, কিন্তু শেষ হযরত বাল মসজিদের ওখানে যেতে যেতে বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় অনেকে গাড়ি থেকেই নামেনি। আমরা কয়েকজন নেমে যতটা দেখেছিলাম তাতে মন ভরেনি। তবু সেই অতৃপ্তি নিয়ে দেখা মসজিদকে নিয়েই আমার আজকের ছবি ব্লগ।
(২) হাউজ বোটে রাত কাটিয়ে নাগিন লেক থেকে যখন শিকারায় চড়ি তখনি বৃষ্টির ফোটা পড়া শুরু হয়েছিল।
(৩/৪) হযরত বাল মসজিদের কাছে চলে আসার পর যেন বৃষ্টি গতি বাড়তেই থাকল।
(৫/৬) বৃষ্টি উপেক্ষা করে দৌড়ে ঢুকে গেলাম মসজিদের ভেতরে। ভেতরের গেটে দেখলাম পুলিশ প্রহরা।
(৭) ভেতরের এই সাইনবোর্ডের লেখাটা পড়তে পারলাম না।
(৮) এটা মসজিদের পুর্ব পাশ থেকে তোলা ছবি।
(৯) এই ছবিটা তুলেছি পশ্চিম পাশ থেকে।
(১০/১১) ভেতরে নামাজ পড়ার যায়গাগুলো।
(১২) প্রধান গম্বুজের নিচের অংশে মনে হয় কোন সংস্কার কাজ চলছে।
(১৩) উত্তর অংশের এই বিশাল চালার নিচে সম্ভবত বিশেষ কোন অনুষ্ঠানে জনসমাগম হয়।
(১৪/১৫) শ্রীনগরের বাসগুলোর আলাদা একটা চমৎকারিত্ব আছে।
(১৬) হযরত বাল মসজিদের সামনে কাশ্মীরি ফকিরগুলো খুব করে ধরে, এখানে দেখা যাচ্ছে একদল ফকির পয়সা ভাগাভাগি করছে।
(১৭) শ্রীনগরের ‘জাবারওয়ান’ পর্বত যা ‘সুলায়মান হিল’ এবং ‘শাঙ্কারায়া হিল’ নামেও পরিচিত, এর চূড়ায় রয়েছে শঙ্কর আচার্য মন্দির, হিন্দুদের একটি তীর্থস্থান। শ্রীনগরের সমতল ভূমি হতে প্রায় ১,০০০ ফিট উপরে অবস্থিত এই শিব মন্দির দর্শনে হিন্দু পুন্যার্থীদের সাথে অসংখ্য পর্যটক এরও সমাগম ঘটে। মন্দির এবং এর চত্বরটা সত্যিই অতি চমৎকার। এই চূড়া হতে শ্রীনগর শহরের ভিউটা অসাম। ধারনা করা হয় খৃষ্টপূর্ব ২০০ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান স্থাপনাটি ৯০০ খৃষ্টাব্দের।। ইতিহাস হতে জানা যায়, এটি ছিল মুলত বৌদ্ধ তীর্থ, পড়ে নবম শতকে শিখদের দ্বারা নবম শতকে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়। এই পাহাড় এবং মন্দির নিয়ে ইতিহাসবিদদের মধ্যে রয়েছে মতানৈক্য এবং বিতর্ক। কিন্তু ওখানে কোন ইলেক্টনিক ডিভাইস নিয়ে উঠা নিষিদ্ধ, যার কারণে দূর থেকেই এর একটা ছবি তুলেছিলাম।
(১৮) শাঙ্কারায়া হিলের পায়ের কাছেই কাশ্মীরের শ্রেষ্ঠ সুন্দর স্থান ডাল লেক। ডাল লেকের পাড় দিয়া আমরা চলে গিয়েছিলাম মোগল গার্ডেনগুলো দেখার জন্য।
(১৯/২০) দিন শেষ করেছিলাম এমন চমৎকার মোগল গার্ডেন গুলো দেখে।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৩