প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) নদী, গরু, মাঠ, টাঙ্গুয়ার হাওড় যাওয়ার পথে শ্রীপুর বাজারের পাশ থেকে তোলা ছবি।
(৩/৪) পর্যটকদের নিয়ে ছুটে চলা স্পীডবোট ও জেলেদের মাছ ধরা নৌকাটার ছবি তুলেছি কক্সবাজার থেকে।
(৫) জোড়া বুলবুলির ছবিটা তুলেছি মায়াদ্বীপ, সোনারগাঁ থেকে।
(৬) শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক, রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে তোলা ছবি।
(৭) শিমুল ফুলে হলুদ পাখি ইষ্টিকুটুম, নরসিংদীর পলাশ থেকে তোলা ছবি।
(৮) কাপ্তাই এর লেক ভিউ আইল্যান্ড থেকে তোলা ছবি।
(৯) নীলরাজা, বা নীল কটকটিয়া বা ছোট লেজনাচুনে পাখি। নরসিংদীর বেলাব থানার বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।
(১০) দেওয়ান শরীফ খাঁ মাজার শরীফ, পলাশের পারুলিয়া থেকে তোলা ছবি।
(১১) এই ফুলটার নাম জানিনা, মাধবপুরের তেলিয়া পাড়া থেকে তোলা ছবি।
(১২) বান্দরবানের কাইক্ষংঝিরি থেকে সাঙ্গু নদী দিয়ে রুমার দিকে যাওয়ার সময় তোলা ছবি এটা।
(১৩) ছেড়াদিয়া দ্বীপ, সেন্টমার্টিন কক্সবাজার থেকে তোলা ছবি।
(১৪) আদিবাসী শিশু মা, রোয়াংছড়ির রোনিন পাড়া থেকে তোলা ছবি।
(১৫) হিজল গাছ, হবিগঞ্জের বানিয়াচং থেকে তোলা ছবি।
(১৬) ২নং রাজবাড়ী মসজিদ বানিয়াচং হাবিগাঞ্জ।
(১৭) সুন্দর বনের কেওড়া বনে বিশ্রামরত একদল হরিণ, কটকা থেকে তোলা ছবি।
(১৮) নিঝুম দ্বীপ, নোয়াখালির হাতিয়া থেকে তোলা ছবি।
(১৯) রাসিমণি হাজং বা রশিমনি হাজং (অন্য বানানে: রাসমণি) (১৯০১ - জানুয়ারি ৩১, ১৯৪৬) ১৯৪৬ সালে সংঘটিত ময়মনসিংহের টঙ্ক আন্দোলনের অন্যতম বিপ্লবী নেত্রী। তিনি এ আন্দোলনের প্রথম শহীদ। রাসিমনি হাজং-এর স্মরণে নির্মিত মৃতিসৌধ এটি। বিজয়পুর
(২০) বিজয়পুর সীমান্তের সোমেশ্বরী নদী, ওপারে ভারত।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৯