প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) রূপসা নদীর পাড়ে, গোলপাতা নির্মিত বাড়িঘর, এখানে জেলে এবং নিম্ন আয়ের লোকদের বসবাস, খুলনা থেকে তোলা ছবি।
(৩) মায়ের পিঠে বানর ছানা, নরসিংদীর মনোহরদীর রামপুর থেকে তোলা ছবি।
(৪) মাছ ধরার এই ছবিটা তুলেছি নরসিংদীর বালুচর গ্রাম থেকে।
(৫) দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত সব মসজিদের ফজিলত সমপর্যায়ের হলেও চারটি মসজিদের ফজিলত অন্য সব মসজিদ থেকে ভিন্ন। তন্মধ্যে বায়তুল্লাহর মর্যাদা সবার ওপরে। এরপর ধারাবাহিকভাবে মসজিদে নববী, বায়তুল মুকাদ্দাস ও মসজিদে কুবা। প্রথমোক্ত তিন মসজিদের ফজিলত সর্বজনবিদিত হলেও চতুর্থটির ব্যাপারে খুব একটা আলোচনা হয় না।
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের অভিমুখে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেছিলেন, তার নাম কুবা মসজিদ। এখানে তিনি সর্বপ্রথম নামাজ আদায় করেন। হিজরী প্রথম বর্ষে এটা নির্মিত হয়।
মসজিদে কুবা মক্কা শরিফ থেকে ৩২০ কিলোমিটার উত্তরে ও মদিনার দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত।
(৬) জিরাফ, গাজীপুরের সাফারি পার্ক থেকে তোলা ছবি।
(৭) পাখির নাম বড় কুবো, এটা সোনারগাঁয়ের মায়া দ্বীপ থেকে তোলা ছবি।
(৮) খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেক যাওয়ার পথের ছবি, পাশে কিছু উপজাতিয় কুঁড়ে।
(৯) সাগরে জেলেদের মাছ ধরার নৌকা, টেকনাফ এবং শিলখালীর মাঝামাঝি কোন জায়গা থেকে তোলা ছবি।
(১০/১১) সাদা কালো দোয়েল এবং লাল সবুজ জামরুল, দুটো ছবিই ওয়ারী বটেশ্বর থেকে তোলা।
(১২/১৩) সাদা ও কমলা দুটি ফুলের ছবিই তুলেছি সেন্টমার্টিন থেকে, একটার নামও আমি জানিনা।
(১৪) কোষ্টগার্ড পোষ্ট, সুন্দরবন, শরণখোলা, বাগেরহাট থেকে তোলা ছবি।
(১৫) কমলা, জুড়ি, মৌলভীবাজার থেকে তোলা ছবি।
(১৬) কদম ফুল, শেখের চর, নরসিংদী থেকে তোলা ছবি।
(১৭) রোমানা পাড়া ঝর্ণা, বান্দরবান থেকে তোলা ছবি।
(১৮) শাক তোলা, নরসিংদী সদরের কলাকান্দা গ্রাম থেকে তোলা ছবি।
(১৯) টাঙ্গুয়ার হাওড়, সুনামগঞ্জের তাহিরপুর থেকে তোলা ছবি।
(২০) বালাপুর জমিদার বাড়ি, নরসিংদীর বালাপুর গ্রাম থেকে তোলা ছবি।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৫৬