প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২/৩) আমাদের কৃষি কাজের কিছু সেকেলে পদ্ধতি, দুটি ছবিই নরসিংদী সদর থেকে তোলা।
(৪) ভাইলেট ফুলে হলুদ প্রজাপতি, নরসিংদীর পলাশ থানার রাবান গ্রাম থেকে তোলা ছবি।
(৫) পানাম নগরী, নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে তোলা ছবি।
(৬) চা বাগান, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকে তোলা ছবি।
(৭) মুরং, বাংলাদেশের সর্বোচ্চ চূড়া সাকা হাফং এর কোলের কাছের গ্রাম নেফিউ পাড়া, বান্দরবান থেকে তোলা ছবি।
(৮) নরসিংদীর মেঘনায় নৌকা বাইস চলছিলো, সেখানে ছোটদের নৌকা বাইসটা কেউ খেয়ালই করেনি, কিভাবে যেন আমার নজরে পড়ে গিয়েছিলো
(৯) একটি গ্রাম্য লবনের দোকান, যোশর, শিবপুর, নরসিংদী থেকে তোলা ছবি।
(১০) বেতাব ভ্যালী, কাশ্মীর থেকে তোলা ছবি।
(১১) নতুন পানিতে বাচ্চাদের জলকেলী, নরসিংদীর বালুসাইর গ্রাম থেকে তোলা ছবি।
(১২) লাল কাঠ গোলাপ, মহেশখালী, কক্সবাজার থেকে তোলা ছবি।
(১৩) লাল সালু, বারদী বাবা লোকনাথের আশ্রম থেকে তোলা ছবি।
(১৪) শাহ্ নেয়ামতউল্লাহর মাজার, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে তোলা ছবি।
(১৫) এইটা কি ফল? কে বলতে পারেন?
(১৬) সোনাদিয়া দ্বীপ, মহেশখালী,কক্সবাজার থেকে তোলা ছবি।
(১৭) হাওড়া স্টেশন, দুরে দেকা যাচ্ছে হাওড়া ব্রীজ, কলকাতা থেকে তোলা ছবি।
(১৮) বাঙ্গি ক্ষেত, মধ্যনগর, রায়পুরা নরসিংদী থেকে তোলা ছবি।
(১৯) হুক্কা, কেউকারাডাং এর ওপারের পাহাড়ি গ্রাম সুংসাং পাড়া থেকে তোলা ছবি।
(২০) সুরভি রঙ্গন, কখনো রঙ্গন ফুলের চোখ ধাঁধানো রং দেখে ফুলটির সুবাস নিতে চাইলে হতাস হতে হবে। কারণ আমাদের চারপাশের বিচিত্র রঙের রঙ্গনগুলোর কোন সুবাস নেই, অথচ সাদামাটা রঙের অবহেলিত রঙ্গন ফুলটিই বেশ সুরভিত। আর এই রঙ্গনের সুরভি পেতে হলে যেতে হবে বাংলার বনে বাঁদাড়ে, এই ফুলের ছবিটা আমি তুলেছি নরসিংদীর ওয়ারী বটেশ্বর থেকে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৯