রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,, মাঝখানে অনেকদিন বন্ধের পর আবারো শুরু করলাম । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট ষ্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেষণ থেকে পরবর্তী ষ্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেষণের জন্য একটা করে পোষ্ট । এতে করে ষ্টেষণের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি প্রতি সপ্তাহে আমার হাটা চলতেই থাকবে । বিশেষ সমস্যা না হলে কোন সপ্তাহ'ই আমি হাটা বন্ধ করবো না ।
সকালের মিষ্টি রোদে রেল লাইন ধরে হাটতে কিন্তু বেশ লাগে ।
অজগরটি আসছে তেড়ে, রাস্তা থেকে দাড়াই সরে......
রেল লাইনের অধিকাংশ ১০০% গ্রামের উপর দিয়া গেছে, তাই এমন গ্রামীন ছবি দেখতে পাওয়াটাই স্বাভাবিক ।
গোবরের জ্বালানি
সরষে ।
সাদা সীম ফুল ।
সীম
পরগাছা ফুল ।
মাছ ধরা
গামছা বাবার সাথে পোজ ( গলায় ১ হালি গামছা, তাই এই নাম দিলাম )
ফুল কপি বিক্রেতা ।
ষ্টেশনের নাম শ্রীনিধি, দেখুন কত শ্রী.....
শ্রীনিধি ষ্টেশন ।
পরবর্তি পর্ব হবে ঢাকা টু চিটাগাং ( শ্রীনিধি )
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ১৪ (হাটুভাঙ্গা)