উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১)
এবং
উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-২)
এর পর থেকে-
৫. ছবি সংযুক্ত করা
কি এবং কেন প্রয়োজন?:
উইকিপিডিয়াতে ছবি যোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। নিবন্ধে প্রয়োজন অনুসারে ছবি যুক্ত করলে এটি সহজবোধ্য এবং আরও ব্যবহারোপযোগী হয়ে ওঠে এবং গ্রহণযোগ্যতাও বাড়ে। ছবি সংযুক্ত করার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখতে হয়।
১. যে ছবি যোগ করতে চাইছেন, তা উইকিমিডিয়া কমন্সে আগে থেকেই আপলোড করা আছে কিনা। ইংরেজি বা অন্য কোন ভাষার উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদের ক্ষেত্রে, সেখানে যেসব ছবি দেওয়া থাকে সেগুলো আবার নতুন করে আপলোডের প্রয়োজন পড়েনা। সেগুলো সরাসরি আপনার নিবন্ধে ব্যবহার করতে পারবেন।
২. আর যদি আপনি আপনার নিজের তোলা ছবি উইকিতে দিতে চান, তবে আপনাকে মনে রাখতে হবে, এ ছবি কিন্তু আপনি সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিলেন। পরবর্তিতে যে কেউ উইকির তথ্যসূত্র বর্ণনা পূর্বক আপনার ছবিটি ব্যবহার করতে পারবে। সুতরাং ছবি আপলোড করার আগে একবার ভেবে দেখুন, আপনি এই চুক্তিতে রাজি কিনা। আপনি শুধু আপনার ছবিটি নিজের অ্যালবামেই রাখতে চান, নাকি তা দিয়ে বিশ্বের সাধারন মানুষের জ্ঞান চর্চায় সহযোগিতা করতে চান, তা আপনাকেই বেছে নিতে হবে। অন্যকারও কাছে থেকে সংগৃহীত ছবির ক্ষেত্রে ছবির প্রকৃত মালিক কে উপরোক্ত বিষয়ে অবহিত করে তবেই ছবিটি উইকিতে দিন।
কিভাবে যোগ করবেন:
নতুন ছবি আপলোডে ক্ষেত্রে প্রথমেই ছবিটির একটি অর্থবহ নাম দিন। যাতে নাম দিয়েই একটি প্রাথমিক ধারনা পাওয়া যায়, যে এটি কিসের ছবি। এবার নিচের ধাপ অনুসরণ করুন।
আপলোড> ব্রাউজ> ছবির ফাইল
এবার কিছু সময় নিয়ে ছবি টি আপলোড হবে। আপলোড শেষে ছবির উপরে যে নাম আছে, তা কপি করুন।
এবার ছবিটি নিবন্ধে যোগ করতে হবে। এ জন্য বেশ কয়েকটি কোড আছে, সবচেয়ে সহজ কোডটি ব্যবহার করা আপনাদের শিখিয়ে দিচ্ছি।কোডের ফরম্যাট টি হল---
[[Image:ছবির নাম|যেস্থানে ছবিটি বসাতে চান তার নাম|thumb|আকার|ক্যাপশন]]
এখানে,
“ছবির নাম” এর স্থানে বসাতে হবে ছবি আপলোড করার সময় যে নামটি কপি করেছিলেন সেটি
“যেস্থানে ছবিটি বসাতে চান তার নাম” এর স্থলে লিখুন, যদি পাতার ডানে বসাতে চান তবে লিখুন right , যদি মাঝে বসাতে চান তবে লিখুন center, যদি বামে বসাতে চান তবে লিখুন left
“Thumb” এ কোন পরিবর্তনের দরকার নেই।
“আকার” এর জায়গাতে ছবিটি কত বড় দেখতে চাইছেন তা লিখুন এভাবে, 200px অথবা 300px ইত্যাদি
“ক্যাপশন” এ ছবির নাম্ ও সংক্ষিপ্ত বর্ণনা দিন।
উদাহরন স্বরূপ ছবিতে দেখুন---
খেলাঘরে নিচের কোডগুলো লিখে আমি উপরের ছবিগুলো পেয়েছি।
ছবিটি বড় করে দেখুন এখান থেকে Click This Link
আরও অনেক ভাবেই ছবি উইকিতে যোগ করা যায়। তবে উপরের কোডটি শিখলেই মোটামুটি কাজ চলে যায়।
হাতে কলমে শিখুন:
খেলাঘর পাতায় গিয়ে নিচের ছবিগুলো যোগ করার চেষ্টা করুন। ছবিগুলোর ক্যাপশান লিখুন।
Flag of Bangladesh.svg
Coat of arms of Bangladesh.svg
Mahasthan.gif
Bangladesh divisions bengali.svg
Satellite image of Bangladesh in October 2001.jpg
Bangladeshi handicrafts doll.jpg
ছবিগুলোকে একবার পাতার ডানে, একবার মাঝে এবং একবার একদম বামে স্থাপন করার জন্য কোড লিখুন।
৬. অন্যভাষার উইকিপিডিয়ার একই নিবন্ধের লিংক যোগ করা
কি এবং কেন প্রয়োজন?:
ধরুন বাংলা উইকিতে আলো নিয়ে একটি নিবন্ধ আছে, ইংরেজি উকিতে আছে 'Light’ নামে একটি নিবন্ধ রয়েছে, হিন্দি উইকিতে আছে ‘प्रकाश’ নামে,মনিপুরী ভাষাতে আছে “লুজ’ নামের নিবন্ধ।
এ সবগুলো নিবন্ধ একটি মাত্র বিষয় “আলো” নিয়ে ভিন্ন ভিন্ন ভাষায় লিখা। উইকিপিডিয়াতে লিখার একটি নিয়ম হল কোন নিবন্ধ যদি উইকির অন্য ভাষার সংস্করণগুলোতেও থেকে থাকে, তবে সেই সব নিবন্ধের লিংক বর্তমান নিবন্ধটিতে যোগ করাতে হবে।যেমন:
ছবিটি বড় করে দেখুন এখান থেকে Click This Link
যেভাবে যোগ করবেন:
যতগুলো ভাষাতেই আপনার নিবন্ধটি থেকে থাকুক না কেন, নিচের ছোট্ট কোডটি লিখলেই ভাষার লম্বা লিস্ট আপনার নিবন্ধে যুক্ত হয়ে যাবে। কোড টি বসাতে হবে নিবন্ধের একদম শেষে।
[[en:নিবন্ধটির উইকির ইংরেজি সংস্করনের নাম]]
যেমন: আপনার নিবন্ধটি যদি হয় “সত্যজিৎ রায়” কে নিয়ে, তখন আপনি লিখবেন-
[[en:Satyajit Ray]]
আপনার নিবন্ধটি যদি হয় “আলো” নিয়ে, তখন লিখতে হবে-
[[[[en:Light]]
এখানে লক্ষ্য রাখবেন নিবন্ধটির ইংরেজি উইকি সংস্করনের নাম যেন ঠিক থাকে। সব কিছু ঠিকঠাক থাকলে, উইকির রোবট বাকি ভাষাগুলোর লিংক স্বয়ংক্রিয় ভাবে যুক্ত করে নিবে (সাথে সাথে নয়, একদিন সময় নেবে)।
আজ এ পর্যন্তই।
সবশেষে একটি কথা, এই ফরম্যাটিং বা লেখা সাজানো কাজটি যদি আপনার কাছে কঠিন বলে মনে হয় (আশা করি হবে না), তবে হতাশ হওয়ার কোন কারণ নেই। আপনি আপনার লেখা কোন ফরম্যাটিং ছাড়াই আপলোড করুন। উইকিপিডিয়ার কর্মী বাহিনী কোন এক সময় আপনার লেখাটি সাজিয়ে দেবে। তবে আপনি স্বনির্ভর হতে চাইলে এই সামান্য কষ্টটুকু স্বীকার করতেই হবে, আর সেটিই সবচেয়ে ভাল হবে।
যেকোন সমস্যয় এখানে মন্তব্য করতে পারেন, আমি যতটুকু পারি সাহায্যের চেষ্টা করব। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ, আশাকরি পরের পর্বগুলি পড়ে একজন স্বয়ংসম্পূর্ণ উইকিপিডিয়ান হওয়ার চেষ্টা করবেন।
চতুর্থ পর্ব দেওয়া হয়েছে
উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(৪র্থ পর্ব)
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১১