এবারের বিশ্বকাপটা আমার ধারণা মতে সম্ভবত ইন্ডিয়ার ঘরেই যাচ্ছে ৷ ইন্ডিয়া সব সময়ই নিজেরদের মাটিতে বাঘের বাচ্চা,যদিও সেই বাঘটি দেশের গন্ডি পেরোলে আর বিড়ালও থাকে না ক্ষেত্রবিশেষে !

গ্রুপ পর্যায় :
//গ্রুপ এ : এই গ্রুপের শীর্ষে থাকবে শ্রীলংকা,সব থেকে ভাইটাল ম্যাচ হলো অস্ট্রেলিয়া-শ্রীলংকার মধ্যকার ম্যাচটি ৷ হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে যেখানে শ্রীলংকারই উতরে যাওয়ার সম্ভাবনাই দেখি বেশি ৷ দ্বিতীয় অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া,তৃতীয় আমার ধারণা অনুযায়ী পাকিস্তান আর চারে থাকবে নিউজিল্যান্ড ৷ তবে নিউজিল্যান্ডও তৃতীয় স্থানে আসতে পারে যদিও সেটা আসলে পরবর্তী রাউন্ডকে তেমন একটা অ্যাফেক্ট করে না ৷
তাহলে এ গ্রুপে ক্রম দাড়ালো শ্রীলংকা-অস্ট্রেলিয়া-পাক/কিউই-পাক/কিউই
//গ্রুপ বি : এই গ্রুপের শীর্ষে থাকবে ইন্ডিয়া;যার জন্য ইন্ডিয়া-সাউথ আফ্রিকা, ইন্ডিয়া-ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ ৷ ইন্ডিয়া-ইংল্যান্ড ম্যাচে ইন্ডিয়ার জিততে খুব একটা অসুবিধা হওয়ার কথা না,ইন্ডিয়া-সাউথ আফ্রিকা ম্যাচ ভালো জমতে পারে যদিও শেষ পর্যন্ত ইন্ডিয়াই জিতবে বলে আমার ধারণা ৷ সাউথ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে আমার বেট সাউথ আফ্রিকার পক্ষে,যদিও উভয় দলেরই ব্যাটিংটা শক্তিশালী কিন্তু আফ্রিকার শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে ইংল্যান্ডের বোলিংটা একদমই সাধারণ মানের ৷ চতুর্থ স্থানের জন্য বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি গুরুত্বপূর্ণ যেখানে হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে আমার বিশ্বাস বাংলাদেশ উতরে যাবে ৷
এ গ্রুপের ক্রম দাড়ালো ইন্ডিয়া-আফ্রিকা-ইংল্যান্ড-বাংলাদেশ/ইন্ডিজ
কোয়ার্টার ফাইনাল :
//শ্রীলংকার সাথে তাদেরই মাটিতে খেলা পড়বে বাংলাদেশ/ইন্ডিজ এর যেখানে শ্রীলংকার জয়ই খুব স্বাভাবিক ৷
//অস্ট্রেলিয়ার সাথে খেলা পড়বে ইংল্যান্ডের যেখানে আমার মনে হয় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াই জিতবে ৷
//পাকি/কিউই এর সাথে খেলা পড়বে আফ্রিকার যেখানে যেই হোক না কেন আফ্রিকাই সম্ভবত জিতবে ৷
//ইন্ডিয়া হোম গ্রাউন্ডে খেলবে পাকি/কিউই এর সাথে,এই ম্যাচ ইন্ডিয়া আরো সহজেই জিতবে বলে ধারণা করি
সেমি ফাইনাল :
// শ্রীলংকা কলম্বোতে খেলবে আফ্রিকার সাথে,যেখানে হোম গ্রাউন্ড আর চোকার আফ্রিকানদের স্পিনে দুর্বলতার কারণে আমার বেট শ্রীলংকার পক্ষে
//ইন্ডিয়া মোহালিতে খেলবে অস্ট্রেলিয়ার সাথে,পরতি ফর্মের অস্ট্রেলিয়া দল আর হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে ইন্ডিয়া জিতার সম্ভাবনাই বেশি
ফাইনাল :
ইন্ডিয়া মোম্বাইতে খেলবে শ্রীলংকার বিপক্ষে ৷ নিজের মাঠ,নিজের দর্শকের সাথে বাড়তি সুবিধা হিসেবে থাকবে সাধারণ মানের একটা শ্রীলংকা দল তাই শেষ পর্যন্ত ধনীর হাতেই ট্রফিটা দেখতে পাই !
তবে আমার চিন্তা অন্যখানে,ইন্ডিয়া যদি কোনভাবে বিশ্বকাপ জেতে তাহলে সব থেকে বড় যন্ত্রণা যা হবে তা হলো আগামী কয়েক বছর ইন্ডিয়ান মিডিয়ার তোড়ে টেকা বড্ড দায় হবে !


সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০৫