বরাবর,
সামহোয়্যার ইন ব্লগের সকল ব্লগার এবং মডু বৃন্দ
বিষয়: বুঝিয়া লউন
জনাব,
বিনীত নিবেদন এই যে, কিছু সময় পূর্বে আমি সামুতে লগইন করিয়া দেখিলাম, অদ্য আমার এই ব্লগে তিন বছর পূর্তি হইয়ছে!
ইহা দেখিয়া আমার কন্ঠ হইতে 'আল্লাহ গো' ধরনের একটা আর্তচিৎকার আপনাতেই বাহির হইয়া গেলো! সময় এত দ্রুত চলিয়া যায় কিরূপে ইহা ভাবিতে ভাবিতে কিছু কালক্ষেপন করিয়া ভাবিলাম, যাহারা এই তিন বছর ধরিয়া আমার বস্তাপচাঁ সব কপিপেস্ট লেখা (যাহার কোনটিই সৃজনশীল ছিল না, দুই একটা আবার চুরি করাও ছিল) পড়িয়া আমাকে বাহবা দিয়াছেন তাহাদিগকে একটা ধন্যবাদ না দিলেই নয়!
তাই সাহস করিয়া কী-বোর্ড হাতে তুলিয়া লইলাম!
এই তিন বছরে কি পাইলাম ব্লগ হইতে আর কি হারাইয়াছি! ভাবিয়া দেখিলাম, হারাইবার লিস্টি হইতে পাইবার লিস্টিখানিই বৃহৎ!
হারাইয়াছি শুধু মাত্র 'মাইনাস' বাটন নামক আমার অতি প্রিয় মানসিক শান্তি প্রদানকারী যন্ত্রটিকে, মাঝে মাঝে উপযুক্ত লেখায় যাহা প্রয়োগ করিয়া পৈশাচিক আনন্দ লাভ করিতাম (অবশ্য আমার লেখায় কেহ উহা প্রয়োগ করিলে মনে মনে মুন্ডপাত করিতাম তাহার)।
এই একখানি মাইনাস বাটন ছাড়া আর সবই 'পাইবার' জিনিস! অনেকে বলিয়া থাকেন, ব্লগ লিখিয়া কি হয়, শুধুই সময়ক্ষেপন! আমার কাছে কদাপিও তাহা মনে হয় নাই, প্রতিনিয়ত মনের খোরাপ জুটিয়াছে ব্লগের অতি সৌকর্ষময় সব লেখনি হইতে!
আপিস আসিয়া কম্পি খুলিয়া প্রয়োজনীয় সফটওয়্যার খুলিবার সাথে সাথে ব্লগও খুলিয়া ফেলিতাম! মেইল চেক করিবার আগে নিজের ব্লগের 'অদেখা মন্তব্যের' ঘর খানি আগে দেখিয়া লইতাম, এখনও তাহাই করি! সেই কারণে অবশ্যি কিছু দুষ্ঠু প্রকৃতির ব্লগার মাঝে সাঝে আমার আপিসের বড়কর্তা কে নালিশ করিয়া আমার বেতন কর্তনের হুমকিধামকি দিয়াছে!! আর সম্প্রতি কিছু কিছু অপবাদকারী আমাকে 'মডু' বলিয়া নিন্দা ছড়াইতেছে, এই সকল দুস্কৃতিকারীদের জন্য রইলো তীব্র ধীক্কার।
যাক সে সকল কথা, এই তিন বছরে আমি অবশ্য খুব বেশি লেখা লিখিতে পারি নাই, আমার সর্ব মোট পোস্টের সংখ্যা মাত্র ১১১, ইহা দেখিয়া নিজের অক্ষমতার কথা ভাবিয়া দীর্ঘশ্বাস ফেলি, হায় কবে আমি ৩০০, ৪০০ এর ঘর ছুইতে পারিব?
তবে লেখা লিখিতে না পরিলেও আমি যে এই সময়ে রেজোওয়ানা হইতে রেজ, রেজু, রেজুপি, রেজো খালা, নানী, দাদী ইত্যাদি সম্বোধনে ভূষিত হইয়াছি, ইহাই আমার অনেক বড় পাওনা! এই প্রত্যেকটি ডাক আমার কাছে অতীব প্রিয়।
ব্লগ ভ্রমন এখনও আমার নিকটে সেই প্রথম সময়কার মতোই সুখময়, এখনও কাহারো প্রিয়তে নিজের লেখা দেখিলে আনন্দে একটা লাম্ফ দিতে ইচ্ছা করে (নেহায়েত ভুমিকম্প হইয়া যাইবার ভয়ে দেই না)!
অতএব, ভদ্রমহোদয়গন, এতক্ষন ইনাইয়া বিনাইয়া যাহা বলিতে চাইলাম, উহার সারমর্ম এই যে আমি আরও কিছুকাল আমার গিয়ানী লেখা সমূহ নিয়া আপনাদের চক্ষুকর্ণের আশেপাশে হাউকাউ করিতে চাই! আশাকরি আপনারা আমার সেই সকল লেখা পড়িয়া আমাকে বাধিত করিবেন!
বিনীত নিবেদক,
রেজোওয়ানা
তারিখ:১/০৯/১২ ইং
পুনশ্চ: ৩ বছর পূর্তি উপলক্ষ্যে অনেক কিছুই লিখিতে চাহিয়াছিলাম, কিন্তু 'কি লেখমু খুইজ্জা পাই না'
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:০৫