সময় খুব দ্রুত ফুরালেও মানুষের জীবন খুব আস্তে আস্তে ফুরায়। মাঝেমাঝে আমি ভাবি 'সময় দ্রুত ফুরায় নাকি মানুষের জীবন দ্রুত ফুরায়? কেউ কি এর সঠিক উত্তর জানেন? জানার কথা না। সময় ফুরায় বলেই আমাদের জীবন আস্তে আস্তে ফুরায়। সময় থেমে থাকলে জীবনও থেমে থাকতো। ঠিক না? এটা আমার মত। হাহা!
সময় খুবই স্বার্থপর। নিজের মতো চলে। কারো জন্য তার চিন্তা থাকে না। সে নিজের মতো একভাবে চলতেই থাকে। তার এই একগুঁয়েমির সাথে পাল্লা দিয়ে চলতে হয় পৃথিবীর সবকিছুকে। সবকিছু একটা সময় হাপিয়ে ওঠে। কিন্তু সময় চলতেই থাকে। তার থামার কোনো নামই থাকে না!
আচ্ছা সময় কেন হাপায় না? সে কেন ক্লান্ত হয় না? সে একবার যদি জানতো যে তার পিছনে পিছনে পুরো পৃথিবীটাই দৌড়াচ্ছে,তাহলে কি সে থেমে যেত? তাকে ছোয়ার সুযোগ দিতো সবাইকে? নাকি তবুও সে চলতেই থাকতো?
একটা মানুষ যখন জীবন যুদ্ধে হেরে যায়,তখন সে কাকে দোষ দেয়? নিজের কপাল কে তাই না? "ধুর শা**র কপাল!" এটা বলেই দোষারোপ করে। কিন্তু আমি কখনোই কপালকে দোষারোপ করবো না। কেননা আমার কপালে ঐ সময়টুকু খারাপ কিছুই হবে,যদি ঐ সময়টুকু না আসতো তাহলেই সে হেরে যেতো না। কপালকেও দোষ দিতো না। দোষ দিতো সময়কে।
সবার জীবনেই খারাপ সময় ভালো সময় আসে। কিন্তু সবসময় খারাপ সময়ই কেন আগে আসে? সময় যে নিষ্ঠুর সেটা প্রমাণ করার জন্যই কি? আমার দেখায় যতজন জীবনে উন্নতি করছে সবাই আগে জীবনের খারপ থেকে খারাপতর সময় পার করেছে। আচ্ছা এখানে কি সময় নিজের উদারতা দেখালো? যদি খারাপ সময় না আসতো আগে তবে ভালো সময়ের অপেক্ষা, প্রার্থনা করতো না মানুষ। খারাপ সময়ের নিষ্ঠুরতা দেখেই সেটা সহ্য করতে না পেরে ভালো সময়ের জন্য নিজেদের সর্বোচ্চ করে গেছে তারা। তারমানে সময়ও মাঝেমাঝে উদার হয় মানুষের প্রতি? তাতে কি? সময় তো আসলেই নিষ্ঠুর।
তবুও আমরা ছুটতেই থাকি! ছুটতেই থাকি! অধরা সময়টাকে ধরার আশায়। কিন্তু সেটা কি আদৌ হবে কখনো? নাকি নিয়তিও আমাদের নিষ্ঠুরতা করবে?
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫