ধরুন আপনার কাছে কোন গানের ডিরেক্ট ডাউনলোড লিংক আছে। কিন্তু গানটা নামানোর আগে একটু শুনে দেখতে চাচ্ছেন গানটা কেমন। অথবা না নামিয়েই গানটা শুনতে চাচ্ছেন। যদি এমনটা করা সম্ভব হয় তবে কেমন হয়?
হুমম... এটা করা কোন ব্যাপারই না। অনেকগুলা রাস্তা আছে। প্রথমে কঠিনটাই বলি:
* যারা ফায়ারফক্স ব্যবহার করেন তারা ফক্সিটিউনস ইন্সটল করতে এখানে ক্লিক করুন।
এবার যে কোন পেইজে কোন গানের ডিরেক্ট লিংক থাকলে বাম দিকে নিচে একটি আইকন পাবেন। ওটাতে ক্লিক করলেই একটি প্লেয়ার পাবেন যেটি দিয়ে ওই পেজের সব গান চালাতে পারবেন। গান চালানোর জন্য ডিরেক্ট লিংকের উপর রাইট ক্লিক করে Play Media তে ক্লিক করুন।
যেমন ফক্সিটিউনস ইন্সটল করা থাকলে এই পাতাটি লোড হলেই দেখবেন নিচে একটি আইকন চলে এসেছে।
সেটিতে ক্লিক করুন আর শুনতে থাকুন।
পুরো ছবি
বলনা
(সদ্য রিলিজ হওয়া একটা গান। আপনাদের টেস্ট করার সুবিধার্থে এই পোষ্টে দিলাম।)
এইতো গেল কঠিন উপায়। সহজ উপায়টি কি জানেন? জানার পর হয়তো আমার মত আপনিও কপাল চাপড়াবেন; এতদিন খেয়াল করলাম না কেন
গানের লিংকটার উপর রাইট ক্লিক করে লিংকটা কপি করুন (ফায়ারফক্সে Copy Link Location)। তারপর আপনার ভিএলসি প্লেয়ার বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার খুলে File>Open URL এ ক্লিক করুন। ভিএলসি তে ওপেন নেটওয়ার্ক স্ট্রিম এর ইউআরএল এ আপনার কপি করা ইউআরএল টা বসিয়ে দিন।
ব্যাস... ইচ্ছেমত শুনতে থাকুন গান, ডাউনলোড না করেই
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৬