মার্কা যদি হয় তোমার ঐ রাঙা দু’টি ঠোঁট,
তাহলে আমি একাই দেব ষোলো কোটি ভোট।
পুষ্পের পাপড়ি সম ঠোঁটের কী মাদকতা,
সেটা তো আমিই জানি; আর কেউ জানে না তা!
পরশ নিতে তারই দ্রুত পায়ে হেঁটে যাই,
বসুন্ধরায় এমন দামি আর কিছু নাই।
ইচ্ছে করে ছুঁয়ে দেই তোমার ঐ রক্তজবা,
আমার স্বর্গ নিহিত তোমাতেই হয়তোবা।
তোমার বিরহে অহর্নিশ হা-হুতাশ করা-
তোমাতে নিহিত আছে আমার বাঁচন-মরা!
মনোনয়ন কিনতে যদি লাগে অর্থকড়ি,
ভিটেমাটি বিক্রি করে যোগান দেব তারই।
লাগলে রক্ত বেচব, বেচব চোখ, কিডনি;
তোমার কাছে এগুলো অচ্যুত চিরদিনই।
কেন্দ্র দখল করেই মারব সিল-ছাপ্পর,
যা কিছু ঘটুক; ভাবি না কিছুই পূর্বাপর।
লাশ পড়ুক সর্বত্র, দেশটা হোক শ্মশান;
তোমাকেই জিতিয়ে আনব- দিলাম জবান।
২৭ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ
গাজীপুর।
ছবিঃ Google
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৪ বিকাল ৫:২২