মাঝেমাঝে ভাবি হেমন্তের দ্বিপ্রহরে
এই ঘরবাড়ি, এই লোকালয় ছেড়ে
দূরে কোথাও হারিয়ে যাবো চিরতরে;
ফিরবো না কোনদিন এ জগৎ-সংসারে।
অপরূপ ঝর্ণা নামবে পাহাড় বেয়ে,
দেখবো আগ্রহী আমি অপলক চেয়ে
সবুজ বনানী, নদ-নদী, বিল-ঝিল
আকাশে উড়ছে একপাল শঙ্খচিল।
নেই ক্ষুধা, নেই তৃষ্ণা এমন ভুবন
প্রাণপণে অহর্নিশ করি অন্বেষণ
কোলাহল নেই কোন রিক্তের বেদন,
হাজারো প্রাচুর্য ভরে দেয় দেহমন।
মিছামিছি আশা করি আমি সর্বদাই,
এ সংসার ছেড়ে কী করে বলো পালাই?
৭ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ
গাজীপুর।