একটা গাছ লাগিয়েছিলাম গোপনে
আমার বুকের একেবারে মাঝখানে;
যেখানে হৃদয় থাকে, যেখানে কষ্টেরা
জমে; ডুকরে কাঁদে মানুষ নিষ্পেষণে-
সেটা এক ইচ্ছে গাছ, স্বপ্ন তার নাম;
সে গাছে আমি প্রত্যেহ জল ছিটাতাম,
যত্ন নিতাম; যেভাবে মালীরা সতত
ফুলের বাগান পরিচর্যায় আগত ।
পরিপুষ্ট হয়ে উঠেছিলো ক্রমশই,
আমি তৃপ্ত হাসোজ্জ্বল মুখে বসে রই ।
পাখি উড়ে এসে বসে সে গাছের ডালে,
কিচিরমিচির ডাকে সুর-ছন্দ-তালে ।
আমার দুঃখরা সব দিয়েছিলো ছুট,
ভাবতে পেরেছিলাম কি সবই ঝুট?
সহসা একটা ঝড় দৈত্য সম এসে
চুরমার করে দেবে সব অনায়াসে?
গাছের বিরহে আজ করি আমি শোক,
অদৃষ্টের প্রহসনে নিত্যই দুর্ভোগ!
২৭ ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭