সূর্য হেলে পড়েছিলো পশ্চিম অাকাশে,
অন্তরীক্ষে উড়ছিলো দুটো বক পাখি;
লোকজন ফিরছিলো যে যার নিবাসে-
দিনের অালো নেভার কিছুক্ষণ বাকি ।
একলা হাঁটছিলাম রেলপথ ধরে,
এঁকেবেঁকে চলে গেছে কে জানে কোথায়?
মনখানা বিচলিত কারে মনে করে-
পোড়া দুটি চোখ দূর দিগন্তে তাকায় ।
পথধারে নদী পূর্ণ কচুরিপানায়,
ফুটেছিলো সাদা সাদা শাপলার ফুল;
পাল তুলে নৌকো দূরে চলে যায়-
এক ঝাঁক হাস সাঁতরাতে মশগুল ।
নিষ্ক্রিয় দর্শক- দেখছিলাম প্রকৃতি,
অালো-অাঁধারিতে অামি পথের অতিথি ।
২০ কার্তিক ১৪২২ বঙ্গাব্দ
ছবিঃ শ্রদ্ধেয় আহমেদ জী এস ভাই এর কোন একটা ছবি ব্লগ থেকে নেওয়া ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮