তোমাদের এই সদা ব্যস্ত শহরে
বড়ো বেমানান আমি; প্রহরে প্রহরে
তাই মনে হয়- আমি যে আগন্তুক;
এসেছি বাড়াতে তোমাদের দুর্ভোগ।
তোমরা যখন কর্মব্যস্ত হয়ে
সংসারের ঘানীটা যাও গো টানি সয়ে
হাজারো ঝুট ঝামেলা- আমি যে তখন
পথে ঘাটে ঘোরাঘুরি করি অকারণ।
সারাদিন কাজ করে অবশ শরীর
যবে, তোমরা ঘুমাও হয়ে সুনিবিড়।
আমার দুচোখে আসেনা তখন ঘুম,
আকাশে তাকিয়ে রই- দুনিয়া নিঝুম।
তোমাদের সন্তান ইশকুলে যায়,
পড়াশোনা করে, ছবি আঁকে; গান গায়।
বড় হয়ে ধরবে যে সংসারের হাল,
তার পিছে শ্রম দাও- বাঁধো মায়াজাল।
একদা তারাও বড়- তোমাদের মত
ঝরায় দেহের ঘাম কাজে অবিরত।
আমি হইনি কিছু- প্রকাণ্ড ঝোঁপ
ধরণীর বুকে এক জন্মেছি চুপ।
কুক্ষণে হয়েছিল আমার সৃজন,
রাশভারী ছিল বুঝি বিধাতার মন।
কখনো লাগিনি কারো কাজে- আচমকা
আমার সৃষ্টি যে প্রকৃতির ধোঁকা।
২৬ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ ।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৬