রৌদ্রে খাঁখাঁ করিতেছে গোরস্থান,
কা কা ডাকিতেছে দাঁড়কাক;
আর্তনাদে কাঁপিতেছে আসমান
সম্মুখে আসিতেছে বৈশাখ ।
চারিপাশে কা'র হাঁক ডাক শুনি
সচকিত হই, পাতি কান;
ফিরি ফিরি খুঁজি সেই প্রতিধ্বনি
কেহ নাই; ভুল অনুমান ।
ঝড়িয়া পড়িছে শুকনা পল্লব
হেন সীমাহীন শুন্যতায়-
বৃক্ষরাজি দাঁড়ায়ে আছে নীরব
কালের সাক্ষী, মিটা'তে দায়!
আসিয়াছে আরো একখানি লাশ,
শোরগোলে হইবে সৎকার;
দোয়া পড়িতে একটু অবকাশ
অতঃপর স্তব্ধ হাহাকার ।
ক্ষণকাল আরো থাকো না গো প্রিয়
ঘর-সংসার ক্ষণিক ভুলি,
একদা তো ছিলাম নিকটাত্মীয়
কথা কই আজ প্রাণ খুলি!
বক্ষ মাঝে জমিয়াছে কতো কথা
কেহ তো নাই, বলিবো কা'রে;
প্রকৃতির বিরূপতা বিষণ্ণতা
রহিয়াছে যে আমায় ঘিরে ।
ময়মনসিংহ
২৭ চৈত্র ১৪১৯ বঙ্গাব্দ
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩১