আগের খন্ডগুলো পড়ে অনেকে ধইন্যাপাতা দিয়েছেন । এই আগুনদামের বাজারে ধইন্যাপাতার জোগান দেয়া্য আপনাদেরকেও ধইন্যাপাতা দিলাম । শুরুতেই অনেক আগে পড়া কয়েকটা কৌতুক, স্মৃতি থেকে দিয়ে দিলাম । একটা কিঞ্চিৎ ১৮+, মাইন্ড খাইয়েন না প্লীজ (১৮+ ছাড়া কী কৌতুক জমে?!) শুরু করা যাক -
------------------------------------------------------------------
এক নিলামে দুইটা কথা বলা টিয়া পাখী বিক্রি হল। একটা কিনল জন, এলাকার সেরা পাজী । আরেকটা কিনল স্থানীয় গীর্যার পাদ্রী । দুই বছর পর দেখা গেল পাদ্রীর টিয়াপাখীটা সারাদিন ঈশ্বরের গুণ গান গায়, আর জনের টিয়াপাখীটা সারদিন অন্য পাখীদের সাথে বেলেল্লাপনা করে বেড়ায়, খিস্তি-খেউড় ছাড়া তার মুখে কোন ভাল কথা নেই ।।
জনের একদিন সুমতি হল । সে ভাবল অনেকতো হয়েছে, এবার সেও কনফেশন করে ভাল মানুষ হয়ে যাবে, আর তার টিয়াটাকেও ঈশ্বরের পবিত্র নাম নিতে শেখাবে ।টিয়াটাকে নিয়ে সে পাদ্রীর কাছে গেল আর দুজন মিলে কনফেশন করল । পাদ্রী বল্ল, টিয়াটাকে আমারটার কাছে রেখে যাও, ও ঈস্বরের গণ গানটা শিখে নেবে ।তথাস্ত !
এক সপ্তাহ পর জন আর পাদ্রী মিলে টিয়ার কাছে আসল কী উন্নতি হয়েছে দেখতে । ওদেরকে দেখে জনের বেয়াদব টিয়াটা চোখ পিটপিট করে তাকাল, তারপর চেঁচিয়ে বল্ল-
''দেখেছো, দেখেছো, পাঁজীর বাচ্চা বুড়োগুলো আবার হাজির হয়েছে আমাদের জ্বালাতে, শালা নচ্ছাড়।''
পাদ্রীর ভদ্র টিয়াটা এবার ওদের দিকে তাকাল, তারপর বল্ল ''এই যে হারামীর বাচ্চারা, তোরা আবার জ্বালাতে এসেছিস কেন? আমাদের কী শান্তিতে একটু পুটকী মারা-মারিও করতে দিবি না ? ''

মাদকবিরোধী সভা। মদে আসক্তদের সামনে প্রেজেন্টেশন করছেন একজন চরম স্মার্ট লোক । এক পরযায়ে মদের ক্ষতি বর্ণনা করতে করতে তিনি এক গ্লাস মাদের মধ্যে একটা কেঁচো রেখে দিলেন । কিছঃক্ষনের মধ্যে ষেটা গলে মদের সাথে মিশে গেল । এবার সপ্রতিভ ভাবে সবার দিকে তাকিয়ে বল্লেন ''এবার বলুন, এই পরীক্ষা থেকে আমরা কী শিখলাম''
ষবাই উত্তর দিল '' মদ খেলে আমাদের পেটের সব কৃমি মরে যাবে, তাই আমাদের বশী বেশী মদ খাওয়া উচিৎ''

এক লোককে অতিরিক্ত স্পীডে গাড়ি চালানোর দায়ে ট্রাফিক পুলিশ দাঁড় করালো।
: কী ব্যপার এত স্পীডে চালাচ্ছিলেন কেন ? এখনতো জরিমানা দিতে হবে ।
: কী করব? আমারতো লাইসেন্স নেই,
:লাইসেন্স ছাড়াই রাস্তায় গাড়ী নিয়ে বেরিয়েছেন?
:কী আর করা । আমার স্ত্রীকে হঠাৎ খুন করে ফেল্লাম, এখন লাশটা গুম করতে যাচ্ছি।

: গাড়ীর বনেটে রখেছি
সাথে সাথে ট্রাফিক পুলিশ সবখানে খবরটা জানিয়ে দিলেন আর এইরকম একজন ভয়ংকর অপরাধী ধরার সাফল্যে প্রমোশনের আশা জেগে উঠল তার। পুলিশের বড় কর্তা সবাই এসে হাজির, সাথে মিডিয়া । ঐ লোককে চারদিক থেকে ঘিরে ধরা হল, আর লোকটা চেঁচাতে লাগল এই ট=রাফিক একটা মিথ্যুক, ঘুষ না পয়ে আমাকে ফাঁসাতে চাইছে ।
বড় কর্টা সেদিকে কান না দিয়ে গাড়ীর বনেট-টা তুললেন, সেখানে কিছু নেই- ফাঁকা । রাগত দৃষ্টিতে তিনি এবার ট্রাফিক পুলিশটার দিকে তাকালেন ।
ঐ ব্যাটা আমাতা আমতা করে বলতে লাগল, ''লোকটা লাইসেন্স ছাড়া গাড়ী চালাচ্ছে'' অপরাধী ড্রাইভার সাঠে সাথে চেঁচিয়ে উঠল- ব্যাটা মিঠ্যুক, এটা কী? বলে পকেট থেকে তার লাইসেন্সটা বের করে দিল ।
ওটা দেখে পুলিশটা আমাতা আমতা করে আরো কিছু বলতে যাচ্ছিলো, তখন ড্রাইভার লোকটা চেঁচিয়ে উঠল ''বল, আরো বানিয়ে বানিয়ে বল। এবার নিশ্চয় বলবি জয আমি বেশী স্পীডে গাড়ী চালাচ্ছিলাম! "

ট্রেনে করে খুলনা জাওয়ার সময় সহযাত্রী এক বাচ্চা কিছুক্কষন পর পর প্যান প্যান করে ''হিসু করমু,হিসু করমু''সাথে সাঠে তার বাপ তাকে একমুঠ মুড়ি খাইয়ে দিল। বাচ্চাটা এবার চুপ হয়ে গেল ।
জিজ্ঞেস করলাম ''কী বাবু, হিসু চালে গেল ?''
জবাব দিল ''যাবে না? মুড়িতেই তো সব শুষে নিল ''
গোডাউনের পুরানা মালগুলো চোখে দেখতে Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১১ রাত ১২:০৫