----- কিভাবে? যদি পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে জিতে এবং অবশ্যই বাংলাদেশের সাথে হারে তাহলে রান রেটের সমীকরণ সামনে চলে আসবে। রমিজ রাজা কি তাহলে মনে করেন, পাকিস্তানের জন্য নিউজিল্যান্ড সহজ প্রতিপক্ষ এবং বাংলাদেশ কঠিন?
বাংলাদেশকে তাহলে রমিজ রাজা ভয় পাচ্ছে!! পাওয়াটাই স্বাভাবিক। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারালেও (ভাগ্যের জোড়ে) বাংলাদেশের সাথে জয় পাওয়াটা কতটা কষ্ট সাধ্য আর কঠিন কাজ ছিল তা ওরা বোঝে।
তবে এই রমিজ রাজা তো সেই রমিজ রাজা, যিনি পাকিস্তানে টেস্টে আম্পায়ারের এল.বি. ডব্লিড. আউট না দেয়ার ভুল সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল... তাই না?
রমিজের ভয় সত্য হলে আজ তো পাকিদের জেতা উচিত। কিন্তু ম্যাকুরাও তো গ্রুপ চ্যাম্পিয়ান হতে মাঠে নামবে আজ। আমরা সকল বাঙালী ম্যাকুদের সাপোর্টার; তোমাদের কোনো ভাবেই জিততে দেয়া চলবে না! ম্যাকুদের গ্রুপ চ্যাম্পিয়ান বানায়ে ছাড়বো ইনশাল্লাহ! যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে যায়, তাহলে রমিজ রাজা তোমাদের তো বিদায় ।
ডরাও ডরাও... দৌড়া বাঘা আইতাছে
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫২