কিছু আর্তনাদ থামবেনা কোন দিন !
কিছু গন্ধ বছর ঘুরে একদিনের জন্যে হলে ও নাকে লেপ্টে থাকবে।
বাজান আমার পোলারে আইনা দেও, চিৎকার গুলো নিঃশব্দে ধ্বনি থেকে প্রতিধ্বনি করনে করতে বাতাসে মিলিয়ে যাবে, তবুও কলিজার ধন-বুকের মানিক কোলে ফিরবেনা!
ভাই আমার পা কাইটা আমারে বাঁচাও!ঘরে আমার তিন মাসের মাইয়া আছে,বউ থাকবো ক্যামনে?
এক প্যকেট জুস ঢক ঢক করে খেয়ে বাচার আশায় বুক বেধে ছিলো সে! হাতুরি নিয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে গেলো!
বাজান আমার মাইয়ারে পাইছেন?
হ্যাঁ একটু পরেই আসবে।মা দুয়া পরে ফু দেয় মাথায়।
চলে যাই ভেতরে।যাওয়ার সাথেই বললও ভাইজান আমার মা'র কেউ নাই আমারে বাঁচান।বোনটার হাত কাটতে হয়েছিলো।কিন্তু মেয়েকে দেখে হাউমাউ করে কেদে উঠলো মা!আমার মাইয়ারে পাইছি!আমার হাজার মাইয়া কই?কউ বাজান ? ছাড়ছিলো না আমাকে কিছুতেই।আমি ও হাউ মাউ করে কাদছি।দিশেহারা হয়ে ছুটে চলেছি আমার শ্রমিক ভাই-বোন গুলোকে বাচাতে।রক্তের গন্ধে , পায়খানার গন্ধ , বদ্ধ গুমোট গন্ধে আমি বমি করছি!ছুটে চলেছি ছুটে চলেছি।ভাঙ্গা একটা রডের কোনা দিয়ে আমার হাতের পেশি কেটে গেলো।অবিরাম রক্ত ঝড়ছে আমি বুঝতেছি আমি জ্ঞান হারাছি , তবুও ছুটছি তবুও ছুটছি......
যে হাতে গড়েছি দেশের পুজি,
সে হাতে কেন দাও মরন কোপ?
যে দেহে আনছি দেশের গর্ব,
সে দেহে দাও গো কেন আগুন?
তাজরিন আর রানা প্লাজা,
দুটি উদাহরণেই হাজার কান্না।
কে মিটাবে শ্রমিকের ক্ষোভ?
হাজার গ্যলন ঘামের দাম?
রানা প্লাজা ট্র্যাজেডি সহ সকল দুর্ঘটনায় মৃত শ্রমিকের জন্য শ্রদ্ধা এবং আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুন।(আমিন)
{গল্পটি আমার একান্ত নিজের মনের কল্পনা।}