আমার খুব জানতে ইচ্ছা করে- সাম্প্রতিক সময়ে বই এর ব্যবসার হাল হাকিকত কি? সাহিত্য এখন অনেকটাই ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে বলে মনে হয় (সেটার মান নিয়ে বিতর্ক অবশ্য ভিন্ন আলোচনা).।.। কোন প্রকাশক কি কোনো লেখকের বই প্রকাশ করে লাভের আশা করতে পারেন? যদি না পারেন- তাহলে উনারা এই ব্যবসায় পড়েই বা আছেন কেন??
আমি সাধারণত সিরিয়াস/ জ্ঞানী জ্ঞানী পোস্ট দেয়া এড়িয়ে চলি, কিন্তু হুমায়ূন আহমেদ মারা যাবার পর থেকে প্রকাশকদের হাহাকার (বিশেষত নতুন লেখকদের বই যারা প্রকাশ করেন) চোখে পড়ে শুধু। এর 'সিগ্নিফিকেন্স' কতটুকু ? ইন ফ্যাক্ট- হুমায়ূন আহমেদ যখন জীবিত ছিলেন, তখন উনাকে বাদ দিয়ে প্রকাশনা জগত কতটাই বা লাভজনক ক্ষেত্র ছিলো- কি মনে হয় আপনাদের?
এটা উন্মুক্ত আলোচনা পোস্ট, প্রত্যেকে ভদ্রতা এবং শালীনতা বজায় রেখে নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন। অনুগ্রহ করে অশালীন আচরণ ও মন্তব্য পরিহার করুন, আফটার অল- ব্যবহারে বংশের পরিচয় !
আরেকটা সম্পূরক প্রশ্নঃ এই বইবিমুখতা- সেটা কাগজের বই হোক আর ই-বুক হোক- থেকে উত্তরণের উপায় কী বলে আপনার মনে হয়??
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩১