প্রবল বন্যায় ভেসে গিয়েছে ঘর,
শেষ সম্পত্তি স্থাবর ও অস্থাবর,
ফ্রেমে বেঁধে রাখা যুগলের ফটো,
ভেসে যায় আজ যেন খড়কুটো!
আমি শুধু থেমে আছি ঠায়,
বধির শব্দেরা বুকের ভিতর স্থির,
বাবুই পাখিদের আর নেই নীড়,
থেমে আছি তবু ঘড়ির কাঁটায়,
শোক জানানোর ভাষা নেই হায়!
কিছু দুঃখ আসে সুনামির মতো,
পৃথিবীর পাড় ভেঙ্গে ঢোকে দুর্বার,
মানুষের সাধ্য থাকে না থামাবার,
খুন করে চলে যায় না রেখে ক্ষত,
তবুও চাঁদনি রাতে জ্যান্ত হয় শব,
শার্টের নীচেই থাকে রক্তের ছোপ,
হয়ত দুম করে আমিও যচ্ছি মরে,
এড়িয়ে জনতার উৎসুক চোখ,
কি ভাষায় নিজকে জানাব শোক?
যখন সূর্য্য ডোবে ঘোর অমাবস্যায়,
মানিপ্ল্যান্টের প্রেম মিলায় হাওয়ায়,
কুয়াশায় মিশে যায় আমাদের অবয়ব,
জীবনের মানে হয় মৃত স্মৃতিরা সব,
প্রিয় ফুল রাজপথে একাই পিষে যায়,
তখনো ব্যস্ত আমি সময়ের ঘড়িতে,
মহাকাল দিল না সুযোগ দম নিতে!
অনর্গল রক্তপাত হচ্ছে গুপ্ত ক্ষতে,
কিভাবে জানাবো শোক এই নিভৃতে?
পুড়ছে চন্দন-কাঠ সন্ধ্যায় দহনে,
আমিও জ্বলছি নিজ মনে ও পরাণে
জানবে না সে কখনো,
জানবে না কেউ,
মন পোড়া গন্ধের কাতর এ ঢেউ!
হয়ত অজান্তে ছলছল হয় দুই চোখ,
কি ভাষায় নিজকে জানাবো শোক!
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৯