চাদর
এক বুড়া বারে গিয়ে মদ গিলতো। আর মাতাল হয়ে তার গায়ের চাদর হারিয়ে আসতো।
তাই তার বউ বুড়াকে খুব ঝাড়তো। একদিন বুড়া ঠিক করলো আজকে বারে যাওয়ার
আগে গায়ের সাথে চাদরটা খুব টাইট করে গিট্টু লাগায় নিবে….তাহলে আর হারাবে না।
রাতের বেলা হেবি করে মাল টাল খেয়ে বাসায় বুড়া ফিরলো।।
বুড়িকে ঢলতে ঢলতে বলল,
“দেখেছো..আজকে গায়ের চাদর ঠিকঠাক আছে….
বুড়ি বলল,”তা ঠিক বলেছো,
..
.
,
.
.
.
কিন্তু তোমার লুঙ্গি কই???”
=====================================================
শিক্ষকঃ বলতো বল্টু , আকবর জন্মেছিলেন কবে..?
বল্টুঃ স্যার, এটা তো বইয়ে নেই।
শিক্ষকঃ কে বলেছে বইয়ে নেই। এই যে আকবরের নামের পাশে লেখা আছে ১৫৪২-১৬০৫.
বল্টুঃ ও! ওটা জন্ম-মৃত্যুর তারিখ..? আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার। তাই তো বলি,
এত্তোবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন..?
....................................
শিক্ষকঃ বেঁহুশ
=====================================================
স্বামীর মৃত্যু
পুলিশ - আপনার স্বামী মারা গেলেন কী করে?
মৃতের স্ত্রী - জানি না স্যার! হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেই বললেন, "জলদি কিছু দাও পেটে ইঁদুর দৌড়চ্ছে।" তাই আমি ইঁদুর মারার বিষ দিয়েছিলাম। ব্যস উনি তারপর থেকে আর উঠছেন না।
[** এই রকম বউ যার কপালে জুটবে তারতো এমনিতেই গলায় দরি দিয়ে মরার কথা ]
====================================================
মিলিটারি ট্রেনিং
মিলিটারি একাডেমীতে ট্রেনিং চলছে ।
OFFICER ক্যাডেট বল্টুকে জিজ্ঞেস করল , "তোমার হাতে এটা কি ?"
বল্টু : "Sir, এটা বন্দুক " ।
OFFICER: "না ! এটা বন্দুক না, এটা তোমার ইজ্জত , তোমার গর্ব, তোমার মা হয় মা " ।
তারপর Officer দ্বিতীয় ক্যাডেট পল্টনকে জিজ্ঞেস করল : "তোমার হাতে এটা কি ?"
পল্টন: "Sir, এটা. . .বল্টুর মা, ওর ইজ্জত, ওর গর্ব! আমাদের কাকিমা হয় কাকিমা " !!
===================================================
ছেলে কার?
কোর্টে লন্টে দা ও তাঁর স্ত্রীর ডিভোর্স কেসের মামলা চলছে। সমস্যা বাধলো ৫ বছরের বাচ্চাটাকে নিয়ে।
এটা নিয়ে যখন কথা উঠলো তখন মা হঠাৎ দাঁড়িয়ে উঠে চেঁচিয়ে বলল.. "ইওর অনার ... আমি বাচ্চাটাকে অমানুষিক পরিশ্রম আর কষ্ট সহ্য করে পৃথিবীতে এনেছি।বাচ্চা অবশ্যই আমারকাছে থাকবে।"
বিচারক লন্টে দার দিকে তাকিয়ে বলল "আপনার কি কিছু বলার আছে??"
লন্টে দা কিছুক্ষণ বসে থাকলো ......তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল.."ইওর অনার, আমি যদি আমার ATM কার্ড টা মেশিনে ঢুকিয়ে টাকা বের করে আনি, তাহলে টাকা টা কার???? আমার???
নাকি ATM মেশিনের????
===================================================
বড়দা
- কিরে? তোকে এ রকম ভাবে ঠ্যাঁঙালো কে?
- হেড স্যার।
- এমা, কেনো রে???
- আরে, গার্লস স্কুলের মেয়েরা হেড মিস্ট্রেস কে বলে বড়দি।
- তো কি হয়েছে?
- আরে আমিও তাই আজকে হেড মাস্টার কে গিয়ে বললাম " বড়দা ভালো আছেন?"
কি ক্যালান ক্যালালো মাইরি।
====================================================
বার্ড ফ্লু
শিক্ষকঃ “কাল স্কুল কেন আসো নি?”
পাপ্পুঃ “বার্ড ফ্লু হয়েছিল”
শিক্ষকঃ “বার্ড ফ্লু তো পাখিদের হয়!”
পাপ্পু রেগে গিয়েঃ “কোন দিন মানুষ মনে করছেন আমাকে?
!
!
!
!
!
রোজ রোজ তো মুরগী বানায় নিল ডাউন করায় রাখেন”
===================================================
চাকরির ইন্টারভিউ
দুইজন লোক গেল চাকরির ইন্টারভিউ দিতে…
প্রথমজন আগেই প্রশ্নকর্তাকে ঘুষ দিয়ে রাখছিলো!!
প্রশ্নকর্তা প্রথমজনকে প্রশ্ন করলেনঃ তুই ডগ বানান কর।
প্রথম জনঃ DOG.
প্রশ্নকর্তাঃ সাবাস।
এরপর তিনি দ্বিতীয় জনকে বললেনঃ তুই হিপোপটমাস বানান কর।
দ্বিতীয় জনঃ এটা তো পারি না।
প্রশ্নকর্তাঃ তুই পারিস নাই তুই বাদ। ওর চাকরি হয়া গেছে।
দ্বিতীয় জনঃ মানি না। আমারে কঠিনটা ধরছেন ওরে সহজটা ধরছেন।
প্রশ্নকর্তাঃ আচ্ছা ঠিক আছে আবার। এই তুই বল ১৯৭১ সালে বাংলাদেশে কতজন মারা গেছে?
প্রথম জনঃ ৩০ লক্ষ।
প্রশ্নকর্তাঃ সাবাস।…..
এরপর দ্বিতীয় জনকে বললোঃ তুই
ওই ৩০লক্ষ মানুষের নাম বল।
দ্বিতীয় জন বেহুশ!!
======================================================
মুরগীর স্ট্যাটাস
মুরগীর স্ট্যাটাসঃ
কতিপয় কিছু জানোয়াররুপি মানুষের কারনে আমাদের সংখ্যালঘু মুরগিসমাজ আজ বিপন্নের পথে।
এইসব মানুষেরা আমাদের ধরে নিয়ে যেয়ে নিখোজ করে দেয়। আমাদের কষ্টার্জিত ডিমগুলো ওরা
ফাটিয়ে খায়। তাই আমি সকল গৃহপালিত পশু সমাজকে অনুরোধ করছি এর বিরুদ্ধে সচ্চার হতে।
আর নয় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ।
। পাতিহাঁস and 22 others like this.
.
.
পাতিহাঁসঃ
বন্ধু চরম একখান পোষ্ট দিছো।
.
গরুঃ
মানুষেরা খুব ভালো এরা আমাদের ঘাস খাওয়ায়।
- ঘোড়া like this.
.
বিড়ালঃ
আমি মুরগীর এই কার্যক্রমে অংশ গ্রহন করতে পারছি না।
.
শিয়ালঃ
মুরগি সঠিক কথাই বলেছে। # মুরগি কাল পুকুর পাড়ে
আমার সাথে দেখা করো।
- বেঁজী like this.
.
কুকুরঃ শিয়াল তুই
এখানে কি করিস?
#মুরগি শিয়ালকে ব্লক মারো।
- মুরগি like this. .
.
ছাগলঃ
Add me I am block
================================================
FB স্ট্যাটাস ক্যাচাল
গিন্নির স্ট্যাটাস- আজ করল্লা আর লইট্যা শুটকি দিয়ে গরুর মাংসের দো পেয়াজি করেছি।
.
কর্তা অফিসে বসে- লাইক।কমেন্টস এ- ওয়াও! লাবুজানু,আই উইল বি হোম সুন কান্ট ওয়েট
.
বাসার পিচ্চি- ডিসলাইক ,আমিবার্গার খামু।
.
বান্ধবি- এই রেসিপি টা লিখেশেয়ার দে না রে !আমিও রাধঁবো ওর জন্য
.
পাশের বাসার ভাবি-লাইক,এন্ড আমাকে এক বাটি দিয়েন তো আপা
.
বউয়ের আপন মা- আহারে আমার মেয়টা শশুর বাড়ি গিয়ে কি কষ্টেই না আছে,
এখনি চুলো গুতাচ্ছে সবাই তোকে শুধু পোক করে নারে?
.
শাশুড়ি- কি যে রাধোঁ না তুমরা ? আমারে এই আইটেম থেকে আনট্যাগ করো,আজ আমি সাগুদানা আর দুধ খাবো।
.
ননদ- স্ট্যাটাসে লাইক ও না,ডিসলাইক ও না।বয় ফ্রেন্ডের সাথে চ্যাটে-জানু আমাকে কিন্তু
আজকে তুমি চাইনিজে নিয়ে যাবা,ভাবি আজকেও ছাইঁপাশ রাধঁছে
.
দেবর- ফ্রেন্ডের সাথে চ্যাটে । দোস্ত তোর মেসে বুয়ারে চাউল এক পট বাড়ায়া দিতে ক!
আমি আইতাছি,দুপুরে খামু।
.
দাড়োয়ান- ম্যাডাম দর্জা জানলা বন কৈরা রান্ধেন ফিলিজ,অলরেডি পাশের ফ্ল্যাটের লোকজন
গন্ধের চোটে রিপোর্ট বাটনে কিলিক মারছে।
.
জরিনা খাতুন’স রেসিপি পেজ- আপনি আমাদের রেসিপি নিজের নামে চলানোয় আপনাকে আনফ্রেন্ড কর্তে বাধ্য হলাম।
.
বুয়া- কমেন্টস এ – ইসটেটাস পরে দিয়েন আগে শপিং মল থাইকা আইসা রান্না বওয়ান খালাম্মা।
.
.
.
অতঃপর মান ইজ্জত খাওনের দুষে একটু পরেই বুয়ারে ব্লক !!
=================================================
সংগৃহীত
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭