একটা হলুদ মেঘ ঘুরেফিরে মাখামাখি ;
একটানা টিকটিক শব্দে চলেছে দেহঘড়ি।
ভেতরে একটা উদাস পাখির বসা ;
চলে যাওয়া ট্রেনের কান্নাধ্বনি বাঁধা সুর।
গতকালের ফাঙ্গাস মাখা বাসি ডাল -
আধভেজা কটু গন্ধ জামা।
বুকের ঠিক মাঝখানটায়; অনেক গভীরে -
একটা মাতাল কষ্ট পেরেক ঠুকছে সারাটা দিন।
যে আবেশে নেশা ধরে আসে-
যেখানে হৃদয়ের ভিজে মাটি সোঁদা গন্ধ।
কিছু চোখ চির চেনা- চির অবুজ বৃষ্টি ঝরায়
অথবা বৃষ্টি মাখায় ।
প্রতিক্ষারা ভৈরবী থেকে শুরু করে সন্ধ্যা ফেরোয় ;
মধ্য দুপুর-সোনারোদ আনমনে খুঁজে যায় চোখ।
ক্লান্ত সূর্য ঘোর নিয়ে ফিরে যায় ঘরে ;
মুহুর্মুহু কণ্ঠে উজ্জ্বল জ্বলজ্বলে বিকেল-
মিলিত কণ্ঠের তীব্র আঘাতেও ভাঙ্গেনা ধ্যান ।
ঘুম পাওয়া শারদ আকাশে নক্ষত্রের গল্প আসর;
স্থিরদৃষ্টি নিয়ে জেগে থাকা বুদবুদ বলে যায় মাতাল কাব্য -
যে আবেশে নেশা ধরে আসে।
ন্যাফথালিন বৃষ্টিচোখ;
সিগারেট-ধোঁয়া ঘোলা আলো - ল্যম্প পোস্ট ।
একটা হলুদ মেঘ ঘুরেফিরে মাখামাখি;
একটানা টিকটিক শব্দে চলেছে দেহঘড়ি।
(স্বীকারোক্তি - হৃদয়ের ভিজে মাটি সোঁদা গন্ধ লাইনটা আঞ্জন দত্তের একদিন বৃষ্টিতে বিকেলে গান থেকে শোনা ।)