শিরশিরে শিহরন এই জীবাশ্ম শরীরে
তোমার চিবুক ছুঁয়ে যে স্পর্শরা স্পর্ধাকে বশ্যতা স্বীকার করিয়ে প্রবাহিত হয়েছে অনবরত- তারা জল। চোখকি কখনও ছুঁয়ে দেখেছে চোখ দিয়ে চোখ! মাঝে মাঝে আমার জানতে ভীষন ইচ্ছে হয়। সে চোখের রঙ ধূসর। কেন এমন হয়; জানিনা। পৃথিবীর অন্য সকল প্রান্তে মানুষের প্রানান্ত ছুটে চলা আর এক শব্দ ফেরিওয়ালার জীবন রেখাচিত্র-... বাকিটুকু পড়ুন