সুচিস্মিতা শব্দটাও তোমার জন্য বড় বেশি বেমানান ;
কিন্তু বাংলা অভিধানে আর কোন সুন্দর শব্দ আমি খুঁজে পেলাম না।
নক্ষত্রবিচ্যুত যে আলোক আভা -
হরণ করে সূর্যদেবের প্রতিভা;
প্রাচীন ম্রিয়মান ধূসর ঘুমনগরী ঝলসান রশ্নি-
অথবা স্বর্গপুরী থেকে চুরি করে আনা দেবতা প্রমিথিউসের সলজ্জ আগুন ।
কাজলদিঘি কালো চোখে ডুবসাঁতার পানকৌড়ির শিরার স্রোতে
বেঁধেছে আসক্তি দেবতা হুপন ।
পূর্ব জন্মের অনন্ত প্রহর হেঁটে চলা ধুলি পথ - পথিক;
শুক্লপক্ষের জ্যোৎস্নাধোয়া ক্লান্ত ঘুমকায়া;
জেগেছে দ্রাক্ষার জলে ভেজা সুর-স্বরের মায়া ।
এলো চুলের মৌ মৌ সৌরভের বীণায় নৃত্য ঝঙ্কারে
কৃষ্ণপক্ষ কাব্যবৃষ্টি শরীর ;
মাতাল মানব ।
অবাধ্য অবোধ অজানা অভিসারে
পালিয়ে বেড়ায় বিকেলের সোনারোদ ;
ঈর্ষায় পুড়ে যাওয়া দেবতা কঙ্কাল ঘুমায় অঘোরে-
লজ্জাবসনে হুরপরী লুকায় ঘরের কোনে ।
অনভ্যস্ত শাড়ির ভাঁজে নির্ঘুম জেগে থাকা মায়াদ্বীপ;
অভিকর্ষের নিয়ম বহির্ভূত আশ্চর্য টান -
থেমে যাওয়া গোলকধাঁধা পৃথিবী- সূর্য- নক্ষত্র ।