নীল আকাশে আজ কালো মেঘের আনাগোনা
ফোঁটায় ফোঁটায় জল এসে ঘোলাটে করে দিচ্ছে চশমার কাঁচ
সেটা আর মোছা হয়না তার, ঝাপসা চোখে উদাস দৃষ্টি মেলে
আনমনে চেয়ে থাকে সে দূর দিগন্তপানে
স্মৃতিগুলো হটাৎই ভীষণ স্পষ্ট হয়ে উঠে যেন
সেই বৃষ্টিভেজা বিকেলে পাশাপাশি পথচলা
চঞ্চল বৃষ্টির ফোঁটাগুলোকে মুঠোবন্দী করার প্রচেষ্টা
এলোমেলো হাওয়ায় হারিয়ে যাওয়া কিছুটা সময়
বেলা অবেলার সেই গল্পগুলো।।
গাড়ির ঝাকুনিতে স্মৃতিরোমন্থন থেকে ফিরে আসে সে,
গন্তব্য এসে গিয়েছে তার, চশমার কাঁচটা মুছে নিয়ে
সেই আধপুরোনো ছাতাটা মেলে ধরে সে
তাকে যে চলতেই হবে,
এখনো যে অনেক পথ চলা বাকি।