দেশে নেমে এসেছে রোজার আমেজ, কাল থেকে শুরু মুসলিম ধর্মের সিয়াম সাধনার মাস। এমন একটি সময়ে প্রকাশ পেয়েছে ঢালিউডের নায়িকা নুসরাত ফারিয়ার বিশেষ একটি গান। গানের শিরোনাম শুনে যে কেউ মিলিয়ে নেবেন এটি রোজার মাসকে লক্ষ্য করেই প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কিন্তু গানের শিরোনাম, কথা অথবা ভাবধারার সঙ্গে ফারিয়ার খোলামেলা উপস্থিতি দারুণ সাংঘর্ষিক। গানটির সঙ্গে জিৎ-এর কালো কাবলি-পাগড়ি-ড্রেসআপ এবং উপস্থিতি একেবারেই স্বাভাবিক অথবা মার্জিত। কিন্তু গানটিতে বাংলাদেশের মেয়ে নুসরাত ফারিয়ার এমন খোলামেলা উপস্থিতি কতটা প্রাসঙ্গিক আর কতটা উদ্দেশ্যমূলক?
উগ্রবাদ শুধু ধর্মীয় হয় না বাঙালিত্বও এক ধরণের উগ্রবাদ। রবীন্দ্রনাথও এক ধরণের উগ্রবাদ। মোল্লা শুধু ধর্মীয় মোল্লা হয় না, বাঙালি মোল্লাও হয়; এমনকি রবীন্দ্রনাথ মোল্লাও হয়। এধরণের খোলামেলা পোষাকও একধরণের মৌলবাদ। হেফাজত ভার্স্কয সরিয়ে তো বিশাল বিজয় অর্জন করলো এবার দেখা যাক, সিয়াম সাধনার মাসে আল্লাহ'র নাম দিয়ে তৈরি এরকম গান ও চলচ্চিত্র নিয়ে তাদের কি ভূমিকা হয়। আমি ধিক্কার জানাচ্ছি আল্লাহ'র নামের এমন অবমাননায় এবং সাথে নারীকে পণ্য করে নগ্নভাবে উপস্থাপনের। সুশীলগণরা কী দেখতে পাচ্ছেন না নারীকে পণ্য করে কিভাবে উপস্থাপন করা হচ্ছে? প্রসঙ্গত, বাংলাদেশে এরকম অপচর্চা এই প্রথম দেখা গেলো, ভারতে তো অহরহ এমন গান ও চলচ্চিত্র হচ্ছে। এখনই এসব রোখা না গেলে আমাদের দেশেও তা নিয়মিত হয়ে যাবে।
সর্বশেষ অাপডেট : গতকাল (২৮/০৫/২০১৭) গানটি ইউটিউব থেকে সরিয়ে নেয়ার জন্য দুইটি উকিল নোটিশ প্রেরণ করা হয়েছে সংশ্লিষ্ট প্রযোজক বরাবর।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:১৬