নামের আগে ‘কেট’ থাকলেই বুঝি এমন করতে হয়?
সেই কত্ত আগে একবার দেখেছিলাম টাইটানিক ছবির নায়িকাকে...
লিওনার্দো ছবি আঁকছিলো তখন কেট উইনস্লেট এর।
হলিউডি সিনেমা বলে কথা, সেই হিসেবে নাহয় ‘কেট’ কে মাফ করা যেতে পারে।
কিন্তু ইংল্যান্ডের রাজপরিবারের ‘কেট’ এর ব্যাপারটার কি ব্যাখ্যা করা যাবে?
উইলিয়াম সাহেব কি টাইটানিক স্টাইলে প্রেয়সীর ছবি আঁকার চেষ্টাই করছিলো নাকি?
আহা, কি অসাধারণ তাদের স্থান-কাল সম্পর্কে জ্ঞান!!
সূর্যস্নানই বটে... একেবারে ইথার-তরঙ্গে, হাতে-হাতে, ঘরে-ঘরে, ধুয়ে-ধুয়ে ‘স্নান’ হচ্ছে এখন।।
নাহ রে, মাঝে মাঝে মনে হয়, জাতি হিসেবে সত্যিই আমরা বেশ ভাগ্যবান।
আর যাই হোক, অন্তত ঘুম থেকে উঠে দেশের ‘মহান’ নেত্রীদের কাউকে ওভাবে দেখতে হয় না।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫২