এদের গালিগালাজ করে কুকুর-শুওরদের আর কত ছোট করবো?? তাই কিছুই লেখা বা বলা হয় নাই।
তবে সেদিন পাশের রুম থেকে টিভিতে চেনা কিছু হাসির শুব্দ শুনে হঠাৎ চমকে উঠলাম।
আমার নিজের খুব একটা টিভি দেখা হয় না, কিন্তু একদম যে এসব নিয়ে জানি না তা নয়, তবে খুঁজেপেতে অনেক কিছু বের করে ফেললাম।
যারা মীরাক্কেল দেখেন বা দেখতেন তারা সবচেয়ে ভালো বুঝবেন আমার কথা।
আবু হেনা রনি, মোহাম্মদ জামিল হোসেন, আনোয়ারুল আলম সজল, ইশতিয়াক নাসির-
এই চারজনকে তো সবাই একনামেই চেনে এখন । মীরাক্কেলের নজরকাড়া প্রতিযোগী।
হাসিতে মাতিয়ে রাখেন পর্দা।
শ্রীলেখা, পরাণদের প্রশংসা- মীরের উপস্থাপনা… মাতিয়ে রাখতে আর কি চাই??
তবে এদের আরেকটা পরিচয় আছে- সবভেয়ে বড় পরিচয়!!
এরা সবাই বাংলাদেশী... এরা সবার হাবীবুর রহমানের দেশের মানুষ । যেই হাবীবকে নগ্ন করে পিটিয়ে যারা ‘সম্মান’ করা হয়েছে, এই চারজন তাদের দেশেই হাসিতে মাতাচ্ছেন সবাইকে।
তারা যে দেশের মঞ্চের উপর দাঁড়িয়ে হাসছেন, হাসাচ্ছেন-
সে দেশের মানুষই তাদের দেশেরই কত লোককে মাটির নিচে পাঠিয়ে দেশকে কাঁদাচ্ছেন...
রনি, জামিল, সজল, নাসির- এই রক্তে ভেজা মঞ্চে, রক্তে ভেজা শরীরে আর কত হাসাবেন মানুষকে?
নিচের ছবিটা দেখুন-
দুইজনের দেশ এক, এলাকাও কাছাকাছি- কিন্তু……….
একজনকে মঞ্চে সম্মানিত, প্রশংসিত করা হচ্ছে, আরেকজনকে বুকে পা দিয়ে বিবস্ত্র করা হচ্ছে ... মীরাক্কেলের তিন বিচারক আর BSF এর জওয়ান যে একই দেশের নাগরিক তা কি ভুলে যাচ্ছেন??
১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি বর্জন করেন । তিনি দেশের মানুষের জন্য সরকারের দেওয়া উপাধি বর্জন করতে পারলে আমরা একটা অনুষ্ঠান বর্জন করতে পারবো না? এমন আরেকটা দেশপ্রেমের উদাহরণ তৈরী করতে পারবো না?
মীরাক্কেলের আমাদের দেশের চারজনও কি পারেন না ঐ দেশের ঐ নোংরা মঞ্চে লাথি মেরে সরে দাঁড়াতে অনুষ্ঠান থেকে...??
জালিয়ানওয়ালাবাগের হতাহতরা ‘মানুষ’- কিন্তু আমাদের দেশের সীমান্তে হতাহতরা কি ‘মানুষ’ নয়?
দাদারা আপনাদের কথায় যতই গড়িয়ে পড়ুক না কেন, এই ‘দাদারাই’ কিন্তু হাবীবের ‘মা-গে, মা-গে’ বলে আর্তনাদের পরও নারকীয় অত্যাচার বন্ধ করে নি...
পানির জন্য কাতর ফেলানীকে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখতেও দ্বিধাবোধ করে নি ।
রনিদের কে বলছি: আপনারা কলকাতার বিরাট অঙ্কের অর্থ থেকে বঞ্চিত হতে পারেন, তারকাখ্যাতি থেকে বঞ্চিত হতে পারেন- কিন্তু নিজের দেশের অপমানকে এভাবে সহ্য করবেন?
দেশের জন্য এটুকু আমরা আশা করতেই পারি-
হ্যাঁ, কিছু দালাল দেশে আছে, যারা ভাবে এসব নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়...
আরও আছে কিছু তথাকথিত স্মার্ট মানুষ, হিন্দি বলতে/বুঝতে না পারাকে যারা ‘গেঁয়ো’ মনে করে...
আরও অনেকে আছেন, যারা হিন্দি সিরিয়াল কিংবা জি-বাংলার সিরিয়ালের জন্য বছর দুয়েক ধরে দেশি টিভি দেখা ছেড়ে দিয়েছেন-
মাথা নিচু করেই মেনে নিচ্ছি… সবই আমাদের ব্যার্থতা ।
তবে আপনারা তো মত তাদের মত না-আপনারা মেধাবী, নিশ্চই বিবেকবানও বটে...
আমি বিশ্বাস করি-সত্যিকার মেধা দেশের প্রতি অন্যায় মেনে নেয় না।
সত্যিকার মেধা নিজে মাথা নিচু করে না, এবং অন্যকেও মাথা উঁচু করার সুযোগ করে দেয়।
রাজশাহীর রনি, নোয়াখালির জামিল, উত্তরার নাসির, শ্যামলীর সজল-
রাখবেন না অনুরোধটা??
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৯