আবারও এসে গিয়েছে ঈদের মৌসুম, বেশিরভাগ মানুষই টিকেট না পেয়ে অথবা আমার মতন একদম লাস্টের সিটে টিকেট পেয়ে হাউকাউ করছে... এই সমস্যা সমাধানে ঝাতির উপকারে চলে এসেছে রিফু। দেখে নিন টিকেট না পেলেও কিভাবে বিকল্প পদ্ধতিতে বাড়ি যাইতে পারেনঃ
সিস্টেম ০১. গাবতলি যান, কাউন্টারের আসে পাশে ঘোরাঘুরি বন্ধ করে গরুর হাটে চলে যান। বিশাল সাইজের একখান গরু কিনে গলার দড়ি খুইলা দেন, গরু নিজ দায়িত্তে দাবড়াইয়া আপনাকে দেশের বাড়ি পৌঁছাইয়া দিবে
সাবধানতাঃ গরুর শিঙ পর্যাপ্ত চোক্ষা হওয়া চাই, নাহলে দৌড়ানোর ফিলিংস নাও আসতে পারে
সিস্টেম ০২. এই পদ্ধতিতে গরু বা ছাগল না কিনে উট কিনেন। তাহলে উটের পিঠে চড়েই বাড়ি চলে যেতে পারবেন। আরবরা উটের পিঠে চড়ে মরুভূমি পাড়ি দিতে পারলে ঢাকা থেকে খুলনা যাওয়া কোনও ব্যাপারই না
সাবধানতাঃ ভারতীয় উট থেকে সাবধান, এরা আপনার বাড়ির দিকে না গিয়ে রাজস্থানের দিকে হাটা দিতে পারে।
সিস্টেম ০৩. বাসে, ট্রেনে প্লেনে সিট না পেলে অনন্ত জলিল পরিবহনে ট্রাই করতে পারেন।
সাবধানতাঃ আপনার বাড়ির বদলে ঘানা বা ম্যানসিস্টারে নামিয়ে দিলে রিফু দায়ি থাকবে না।
সিস্টেম ০৪. যারা এখনও বিয়া করেন নাই, কোনও বাসের মালিকের মাইয়ারে বিয়া কৈরা ফালান, ভাগ্য ভালো হইলে যৌতূকে একখান টিকেট পাইলেও পাইয়া যাইতে পারেন...
সাবধানতাঃ আপনার বাড়ি দক্ষিনবঙ্গে হইলে আবার উত্তরবঙ্গের গাড়ীর মালিকের মাইয়ারে বিয়া কৈরা ফালায়েন না।
সিস্টেম ০৫. যারা এইবার ঢাকায় ঈদ করবে তাদের কলরেটের উপ্রে ৮০% ছাড় টাইপের গুজব ছড়ায় দিতে পারলেই হয়। তাইলে কেউই আর ঢাকা থেকে নড়বে না, আপনে আরামসে ফাঁকা বাসের টিকেট পাইয়া যাবেন।
সাবধানতাঃ ফ্রি কলরেটের আশায় সবাই ঢাকায় চইলা আসলে বাড়িতে গিয়ে আপনে কাউরে নাও পাইতে পারেন।
সিস্টেম ০৬. ফ্রি টকটাইমের বয়ানে কাম না হইলে সামু সব সেইফ ব্লগারকে ঈদের দিন থাইল্যান্ড পিকনিকে নিয়ে যাবে টাইপের গুজব ছড়াইতে পারেন, কয়েক লাখ ব্লগার এই আসায় ঢাকাতেই থেকে গেলে অন্তত কয়েক হাজার টিকেট তো অনায়াসেই পাবেন।
সাবধানতাঃ গুজবটা যে আপ্নেই ছড়াইছেন এইডা যেন মডুদের কান পর্যন্ত না যায়, তাইলে আপনে ঈদ থেইকা ফিরে আপনারে সেইফ লিস্টে নাও দেখতে পারেন।
অনেক ফাইজলামি হইল। আমি জানি এগুলোর কোনটিই আসলে প্রয়োজন হবে না, কেননা প্রিয়জনের সাথে বাড়িতে ঈদ করতে সবচেয়ে প্রয়োজনীয় আইটেম হচ্ছে ইচ্ছাশক্তি। যার এটি আছে ইনশাল্লাহ সে এতক্ষনে দেশের বাড়ি পউছেই এই পোস্টটি পড়ছেন।
সবাইকে ঈদ মোবারক

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৩২